,,,,,,,,,,,,,,,,,,
বিশেষ প্রতিনিধি। কুষ্টিয়া ৭৮( ৪) আসনের কুমারখালী-খোকসা নির্বাচনি এলাকায় এবার কি পারবে আবার আওয়ামীলীগ এই আসনটি আবার দখলে নিতে। এই জল্পনা কল্পনা শুরু ,জাতীয় সংসদ নির্বাচনের প্রাথমিক প্রার্থী তালিকা চূড়ান্ত করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। দলের সভাপতি ছয়টি মাঠ জরিপের ভিত্তিতে দুটি পৃথক পৃথক তালিকা তৈরি করেছেন। একটি তালিকা করা হয়েছে, যদি বিএনপি বেগম খালেদার নেতৃত্বে নির্বাচন করে তার জন্য। অন্য তালিকা যদি বিএনপি খন্ডিত ভাবে নির্বাচনে অংশগ্রহণ করেন। তারি ভিত্তিতে
কুষ্টিয়া-৪ (কুমারখালী -খাকসা)
জাতীয় সংসদ নির্বাচন ঘিরে তৃণমূল পর্যায়ে রাজনীতি চাঙ্গা ।
কুমারখালী-খোকসা উপজেলার আওয়ামীলীগের কে হবে মনোনিত প্রার্থী।
জাতীয় সংসদের কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) একটি আলোচিত গুরুত্বপূর্ণ আসন। এর কারণ, প্রধান দুই রাজনৈতিক হালচালে এখানে প্রধান দুই দলের মধ্যে দলীয় অভ্যন্তরীণ গ্রুপিং-কোন্দল এখন বেশ চরমে। এর মধ্যে আওয়ামী লীগ চরম বেকায়দায় রয়েছে ।তারি মাঝে
২০১৮ সালের ডিসেম্বর মাসে ১১তম জাতীয় সংসদের নির্বাচনের সম্ভাব্য সময় ঘোষণার পর নড়ে চড়ে বসেছেন কুমারখালীর রাজনৈতিক নেতারা। নির্বাচনে প্রার্থী হতে নানা কায়দায় প্রচার চালাচ্ছেন বিভিন্ন দলের সম্ভাব্য প্রার্থীরা। পাড়া-মহল্লায় নববর্ষ ও ঈদ শুভেচ্ছা সংবলিত রঙ-বেরঙের ব্যানার ফেস্টুন সাঁটিয়ে নিজেদের অস্তিত্ব জানান দিচ্ছেন তারা। আবার কেউ কেউ নামমাত্র অনুষ্ঠান আহ্বান করে নানাভাবে ভোটারদের সাথে মত বিনিময় করছেন। প্রার্থীরা আশায় বুক বেঁধে কেন্দ্রে যোগাযোগ অব্যহত রেখেছেন। আগামী জাতীয় সংসদ নির্বাচন যতই এগিয়ে আসছে রাজনৈতিক নেতাদের লবিং শুরু হয়েছে।
বর্তমান এমপি আব্দুর রউফ,ও সাবেক এমপি সুলতানা তরুন দুই জনার মধ্যে রয়েছে কে, আওয়ালীগের মনোনিত প্রার্থী হিসেবে মনোনয়ন পাবেন এখোন তা সময়ের অপেক্ষা মাএ। কারণ এরি মধ্যে বর্তমান এমপি পাশ্ববর্তী দেশের অনেক নেতার শুপারিশ প্রধানমন্ত্রী কাছে গেছে। আবার সাবেক এমপির , পক্ষে আওয়ামীলীগের অনেক নেতার সুপারিশ করেছে। দলের সভাপতি মনে করেন যে কোন ধরনের পদক্ষেপ গ্রহণ তিনি করবেন এই আসনটির জন্য । তার দৃষ্টি এই দুই জনার উপর থাকবে বলে জানা গেছে। তবে আগামী নির্বাচন যে সহজ হবে না এই আসনটি র জন্য তিনি তা ভালো ভাবেই যানেন। তাই
অংশগ্রহণ সেক্ষেত্রে দুটি তালিকা তার কাছে আছে কুষ্টিয়া ( ৪) যদি বিএনপি নেতৃত্বাধীন জোট নির্বাচনে অংশ করে তবে দুই জনান মধ্যে থিকে এক জন কে মনোনয়ন দেয়া হবে। তবেসারা দেশে প্রার্থী চূড়ান্ত করেছে দলের সভাপতি শেখ হাসিনার জন্য তিনটি আসনে প্রার্থীতার কথা বলা হয়েছে। একটির বেশি আসনে শেখ হাসিনা ছাড়া আর কাউকে রাখা হয়নি। আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দ সবাই একটি করে আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। আওয়ামী লীগের তৈরি করা তালিকায় তরুণদের জয়জয়কার। অন্তত ৭৫টি আসনে তরুণদের মনোনয়নের প্রস্তাব করা হয়েছে। দুটি তালিকাতেই অন্তত ২২ জন বর্তমান মন্ত্রী বাদ পড়েছেন। বিএনপি অংশগ্রহণ করলে আওয়ামী লীগ বর্তমান এমপিদের ১৩৭ জনকে আর মনোনয়ন দেবে না। আর বিএনপি অংশগ্রহণ না করলে বর্তমান এমপিদের ৭৫ জন আগামী নির্বাচনে আওয়ামী লীগের টিকিট পাবেন না। আওয়ামী লীগ অংশগ্রহণমূলক নির্বাচনে তার শরীকদের জন্য ২৫টি আসন রেখেছে। আর বিএনপি যদি শেষ পর্যন্ত নির্বাচনে অংশ না নেয় বা খন্ডিতভাবে অংশ নেয় সেক্ষেত্রে একক নির্বাচনের প্রস্তাব রাখা হয়েছে। আওয়ামী লীগের একাধিক গুরুত্বপূর্ণ সূত্রগুলো এই তথ্য নিশ্চিত করেছে। প্রার্থীতা চূড়ান্তের কথা স্বীকার করেছেন আওয়ামী লীগের শীর্ষস্থানীয় একাধিক নেতা। তবে তাঁদের মতে, এই তালিকাও শেষ মুহূর্তে পরিবর্তিত হতে পারে।
আওয়ামী লীগের একাধিক সূত্র বলছে, আওয়ামী লীগের সর্বশেষ জরিপ সমাপ্ত হয়েছে গত মাসে। ওই জরিপে দেখা গেছে তালিকা ‘ক’ অনুযায়ী প্রার্থিতা দেওয়া হলে, আওয়ামী লীগ ১৭৩ থেকে ১৮৫ আসনে বিজয়ী হবে। তালিকা ‘ক’ অর্থ হলো বিএনপি বেগম জিয়ার নেতৃত্বে নির্বাচনে অংশ নেয়। তালিকা ‘খ’ অনুযায়ী অর্থাৎ বিএনপি যদি খন্ডিতভাবে নির্বাচনে অংশ নেয় সেক্ষেত্রে আওয়ামী লীগ ২১০ থেকে ২২৫ টি আসনে জয়ী হতে পারে। ওই জরিপের ভিত্তিতে দুটি প্রার্থী তালিকাতেই শেখ হাসিনাকে গোপালগঞ্জ, বাগেরহাট এবং রংপুরের একটি আসনে রাখা হয়েছে। শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয় কিংবা সায়মা ওয়াজেদ পুতুল আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন না।
দুটি তালিকাতেই তারুণ্যের জয়জয়কার। অন্তত ৭৫ জন তরুণ এবারের নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পাচ্ছেন। এদের মধ্যে প্রাক্তন ছাত্রলীগের নেতা আছেন অন্তত ৪০ জন। বাকি ৩৫ জন হলেন তরুণ ব্যবসায়ী, খেলোয়াড়,অভিনয় শিল্পী, সঙ্গীত শিল্পী ইত্যাদি।
এবারের মনোনয়ন তালিকাতে শীর্ষস্থানে আছেন ব্যবসায়ী, শিল্পপতি বৃন্দ। দুটি তালিকাতেই কমবেশি ১০০ অর্থাৎ প্রায় এক তৃতীয়াংশ আসনে ব্যবসায়ী, শিল্পপতি
ঢাকা, বাংলাদেশ। রবিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৩ | |
ওয়াক্ত | সময় |
সুবহে সাদিক | ভোর ৫:২০ |
সূর্যোদয় | ভোর ৬:৩৮ |
যোহর | দুপুর ১২:১২ |
আছর | বিকাল ৪:১১ |
মাগরিব | সন্ধ্যা ৫:৪৭ |
এশা | রাত ৭:০৫ |
About Us Contact Privacy & Policy DMCA Sitemap
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সেরা নিউজ টুয়েন্টিফোর ডটকম - ২০১৮