মিঠু মুরাদ, পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি, লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ইসলাম কাগজিপাড়, এলাকার মোঃ রফিকুল ইসলাম ওপি, মেয়ের রুপছানা পারভিন সাথি বিয়েতে সাজসজ্জা রুমধুম আয়োজন চলছিল।
তবে হঠাৎতে যে এই আয়োজন যে কাল হয়ে দাঁড়িয়ে যাবে কে বাজান তো, বাসায় চারদিকে মেহমানের রুমধুম তবে সেই মেহমান যে চায়ের আবদার করেছিল, সে চা বানাতে গিয়ে চাপাতার সাথে কীটনাশক ছিল কে বা জানতো।
সেই কীটনাশক দিয়ে তৈরি হলো চা, সে চা আবার একে একে সবাই তৃষ্ণার মিটাতেই বজে বিপত্তি। তবে হঠাৎ করে একজন মাটিতে ঢলে পড়ে এর পরে পরেই ১৫ -২০ জন মাটিতে ঢলে পড়ে ।
দ্রুতগামী তাদেরকে এলাকাবাসী উদ্ধার করে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করান, তবে বর্তমানে প্রায় ১০ থেকে ১৫ জন পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ চিকিৎসাধীন অবস্থায় রয়েছে ।
তবে ঘটনা সততার স্বীকার করে শ্রীরামপুর ইউনিয়ন (৩নং ওয়ার্ড) মেম্বার আতাউর রহমান বলেন, আমার চাচাতো বোন এর বিয়ে বাড়িতে চায়ের সাথে কীটনাশক ব্যবহার ঘটনাটি ঘটে।
এবিষয়ে পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ ওমর ফারুক বলেন, ঘটনা আমার জেনেছি, বিয়ে বাড়িতে অসাবধানতাবশত চায়ের পরিবর্তে কীটনাশক ব্যবহৃত হয়। এর ফলে কয়েকজন হাসপাতালে ভর্তি হয়েছে ।
ঢাকা, বাংলাদেশ। শনিবার, ২৮ জানুয়ারী, ২০২৩ | |
ওয়াক্ত | সময় |
সুবহে সাদিক | ভোর ৫:২৩ |
সূর্যোদয় | ভোর ৬:৪১ |
যোহর | দুপুর ১২:১১ |
আছর | বিকাল ৪:০৬ |
মাগরিব | সন্ধ্যা ৫:৪২ |
এশা | রাত ৭:০০ |
About Us Contact Privacy & Policy DMCA Sitemap
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সেরা নিউজ টুয়েন্টিফোর ডটকম - ২০১৮