মিঠু মুরাদ , লালমনিরহাট প্রতিনিধি:- লালমনিরহাটের পাটগ্রাম উপজেলাধীন বুড়িমারীতে প্রধানমন্ত্রীর ঈদ উপহারের তালিকায় এক পরিবারের ছয় জনের নাম পাওয়া গেছে। এ নিয়ে ওই এলাকারজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঈদুল ফিতর উপলক্ষে দুস্থ অসচ্ছল পরিবারের জন্য প্রধানমন্ত্রীর দেওয়া ৫শত টাকা উপহারের তালিকায় রয়েছে একই পরিবারের ছয়জন সদস্যদের নাম। এমনই অনিয়মের অভিযোগ উঠেছে বুড়িমারী ইউনিয়নের ২ নং ওয়ার্ড সদস্য (ইউপি) মো. নুর ইসলাম এর বিরুদ্ধে। জানা যায়, ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রী দেওয়া উপহার কয়েক জনের নাম দেওয়ার সুযোগ পেয়েছে ইউপি সদস্য নুর ইসলাম। এই সুযোগ কাজে লাগিয়ে তার দেওয়া তালিকায় নিজ পরিবারের ৬ জন সদস্যর নাম দিয়েছেন তিনি। তার পরিবারের ঈদ উপহার পাওয়া ছয়জনের মধ্যে রয়েছে- তিন ভাবি আজিজা বেগম, সানজিদা আক্তার ও খুশি আক্তার এবং তিন ভাই শফিকুল ইসলাম, নুর আলম ও নুর নবী। এ ব্যাপারে বুড়িমারী ইউনিয়ন সচিব মো. মাসুদুর রহমান মাসুম জানান, বুড়িমারী ইউনিয়নের ২ নং ওয়ার্ডের ৫০০ টাকার তালিকায় একই পরিবারের ছয় জনের নাম রয়েছে এর আগে আমি অবগত ছিলাম না, এরকম কিভাবে হয়েছে তা আমার জানা নেই , তবে এরকম হওয়ার কথা নয় যেহেতু তালিকা সফটওয়্যারের মাধ্যমে হয়েছে ডিজিটাল পদ্ধতিতে যদি এরকম হয়ে থাকে তাহলে আবারও যাচাই বাছাই করা হবে। এ ব্যাপারে জানার জন্য ইউপি সদস্য নুর ইসলামকে মুঠোফোনে একাধিক বার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। পাটগ্রাম উপজেলা নির্বাহী অফিসার মো. সাইফুর রহমান জানান, করোনা কালে মাননীয় প্রধানমন্ত্রীর ঈদ উপহারসহ বিগত দিনগুলোতে করোনা কালীন উপহার দেশের জন্য নজির স্থাপন করেছে। করোনাকালীন এই সময়ে ওয়ার্ড পর্যায়ের এরকম অভিযোগ কোন ভাবেই কাম্য নয়। যদি এরকম হয়ে থাকে তাহলে ব্যবস্থা গ্রহণ করা হবে।
ঢাকা, বাংলাদেশ। বুধবার, ১৮ মে, ২০২২ | |
ওয়াক্ত | সময় |
সুবহে সাদিক | ভোর ৩:৫১ |
সূর্যোদয় | ভোর ৫:১৫ |
যোহর | দুপুর ১১:৫৫ |
আছর | বিকাল ৪:৩৩ |
মাগরিব | সন্ধ্যা ৬:৩৫ |
এশা | রাত ৭:৫৯ |
About Us Contact Privacy & Policy DMCA Sitemap
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সেরা নিউজ টুয়েন্টিফোর ডটকম - ২০১৮