ওসমান গনি মুন্সীগঞ্জর জেলা প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জর গজারিয়া উপজেলা প্রতিনিয়ত বাড়ছে ভোজ্য তেলের দাম। আর এ সুযোগ কাজে লাগাচ্ছে স্থানীয় ক্ষুদ্র ব্যবসায়ীরা। সমগ্র উপজেলা জুড়ে ভোজ্যতেলের গভীর সংকট দেখা দিয়েছে। দোকানে গিয়ে পাওয়া যাচ্ছে না তেল।
আবারো কিছু দোকানে তেল মিলল ও বিক্রি হচ্ছে নতুন দামে। এমতাবস্হায় বিপাকে পড়েছে সাধারণ মানুষ। কেউ কেউ বাধ্য হয়ে নতুন বাড়তি দামে কেউ তেল কিনছেন, আবার কাউকে তেল না কিনে খালি হাতে ফিতের লেগে গেছে।
সরকার কর্তৃক গত বৃহস্পতিবার (৫ মে) সোয়াবিন তেল দাম ৩৮ টাকা বাড়িয়ে ১৯৮ টাকা নির্ধারণ করা হয়েছে।এখন থেকে বোতল জাত প্রতি লিটার সোয়াবিন তেল খুচরা পর্যায় বিক্রি হবে ১৯৮ টাকায়।
আর ৫ লিটারের বোতলের দাম কবে ৯৮৫ টাকা। এ ছাড়া খোলা সয়াবিন তেল প্রতি লিটার ১৮০ টাকা এবং খোলা পাম তেল প্রতি লিটার ১৭২ টাকা বিক্রি হবে।
সরেজমিনে গজারিয়ার বিভিন্ন হাট-বাজারে ঘুরে দেখা গেছে ১ লিটার সয়াবিন তেলের বোতলে গাড়ির দাম লেখা আছে ১৬৮ টাকা। কিন্তু বিক্রি করছে ১৯৮ টাকা অথচ নতুন দামের তেল এখনো বাজারে আসেনি।
এভাবে ৫ লিটার সয়াবিন তেলের বোতলের গায়ে ৭৬০ টাকা মৃল্য লিখা থাকলে ও আদায় করা হচ্ছ ৯৮৫ টাকা।আবার কোন কোন দোকানে তেল কিনতে দেওয়া হচ্ছে শর্ত। ক্রয় করতে বাধ্য করা হচ্ছে অন্যান্য পণ্য। তেল কিনতে গিয়ে ঘরে থাকার পরও অন্য পণ্য কিনতে বাধ্য হচ্ছে অনেকে ব্যবসায়ীদের একটি সূত্র জানিয়েছেন ভোজ্য তেলের মূল্য বৃদ্ধির আশায় ব্যবসায়ীরা তেল বিক্রি করছে না । তবে উপজেলা প্রশাসনের মোবাইল কোর্ট দিয়ে চলে গেলে চলবে না দৃষ্টি রাখা উচিত এবং বাজার মনিটরিং কমিটির লক্ষ রাখতে হবে।
সার্বিক বিষয় নিয়ে ভোক্তা সংরক্ষন অধিদপ্তর মুন্সীগঞ্জের পরিচালক আসিফ আল আজাদ বলেন,পুরানো তেল কিছুই নতুন দামে বিক্রি করতে পারবে না,আমাদের অভিযান চলমান আছে।
ঢাকা, বাংলাদেশ। বুধবার, ১৮ মে, ২০২২ | |
ওয়াক্ত | সময় |
সুবহে সাদিক | ভোর ৩:৫১ |
সূর্যোদয় | ভোর ৫:১৫ |
যোহর | দুপুর ১১:৫৫ |
আছর | বিকাল ৪:৩৩ |
মাগরিব | সন্ধ্যা ৬:৩৫ |
এশা | রাত ৭:৫৯ |
About Us Contact Privacy & Policy DMCA Sitemap
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সেরা নিউজ টুয়েন্টিফোর ডটকম - ২০১৮