পরিকল্পিতভাবে জননেতা মোতাহার হোসেনের নাম তুলে ফেলা হয়েছে সংবাদ সম্মেলনে উপজেলা আওয়ামীলীগ
মিনহাজ পারভেজ
জাতীয় স্লোগান ব্যবহার না করা ও লালমনিরহাট জেলা পরিষদ অর্থায়নে বাস্তবায়িত পাটগ্রাম উপজেলায় বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোতাহার হোসেন এমপি অডিটোরিয়াম এর নাম বিকৃতি করনের প্রেক্ষিতে সংবাদ সম্মেলন করছেন পাটগ্রাম উপজেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
গতকাল পাটগ্রাম উপজেলায় স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব পাটগ্রাম এর আয়োজনে আমার শিক্ষা, আমার ভাবনা, আমার ভবিষ্যৎ শীর্ষক আলোচনা ও শিক্ষা বৃত্তি প্রদানের অনুষ্ঠান ছিল।
তবে অনুষ্ঠানের মুল স্থানের নামেই ছিল ভুল , কারণ রীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন অডিটরিয়াম, নামের জায়গায উপজেলা কমিউনিটি সেন্টার পাটগ্রাম লিখে দেন তারা ,এ নিয়ে সমালোচনার ঝড় উঠেছে ফেসবুক সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে।
বীর মুক্তিযোদ্ধা মোঃ মোতাহার হোসেন এমপি মহোদয় কোন ব্যক্তি নয়।বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন এমপি মহোদয় একটা প্রতিষ্ঠানের নাম। এবং পরিকল্পিতভাবে মোতাহার হোসেনের নাম তুলে ফেলা হয়েছে বলে দাবি উপজেলা আওয়ামী লীগের ।
এদিকে আজ সন্ধ্যায় ৭ টায় উপজেলা আওয়ামীলীগের নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন উপজেলা আওয়ামীলীগ, সংবাদ সম্মেলনে তারা বলেন ,কিছু কুচক্রী মহল আজকে পাটগ্রাম উপজেলায় বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন অডিটোরিয়াম এর নাম পরিবর্তন এর চেষ্টা করে যাচ্ছে, তারা একজন বীর মুক্তিযোদ্ধার নামের অবমাননা করার সাহস দেখায়,তাদের পিছনের সকল অপশক্তির বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
যদি কাগজে লেখো নাম, কাগজ ছিঁড়ে যাবে,পাথরে লেখো নাম, পাথর ক্ষয়ে যাবে আর যদি হৃদয়ে লেখো নাম সে নাম রয়ে যাবে তাই যতই চেষ্টা করেন না কেনো পাটগ্রাম হাতিবান্ধার প্রতিটি মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন এমপি মহোদয়, আপনাদের মহানয়ক এর বিরুদ্ধে খলনায়ক কে দাড় করানোর চেষ্টা কখনো সফল হবেনা।
পাটগ্রাম হাতিবান্ধার প্রতিটি রাস্তা, প্রতিটি ব্রীজ,প্রতিটি শিক্ষা ভবন উন্নয়ন এর নিদর্শন হয়ে সাক্ষী দিবে দেশ রত্ন শেখ হাসিনা এবং আমাদের নেতা বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন এমপি মহোদয়ের কৃতিত্বের।
এদিকে স্টুডেন্টের বিবৃতিতে জানা যায় যে,একই অনুষ্ঠান এর আগের বছরও অনুষ্ঠিত হয়েছিল। অনুষ্ঠানের যে ব্যানার ছিল গতবারের ব্যানারের আদলেই এই ব্যানারটি করা হয়েছিল। গতবারে হলরুমের নাম যা ছিল এবারও একই নাম ব্যবহার করা হয়েছে, বিবৃতিতে বলা হয়েছে এটি একটি অনিচ্ছাকৃত ভুল।
ঢাকা, বাংলাদেশ। বুধবার, ১৮ মে, ২০২২ | |
ওয়াক্ত | সময় |
সুবহে সাদিক | ভোর ৩:৫১ |
সূর্যোদয় | ভোর ৫:১৫ |
যোহর | দুপুর ১১:৫৫ |
আছর | বিকাল ৪:৩৩ |
মাগরিব | সন্ধ্যা ৬:৩৫ |
এশা | রাত ৭:৫৯ |
About Us Contact Privacy & Policy DMCA Sitemap
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সেরা নিউজ টুয়েন্টিফোর ডটকম - ২০১৮