ওসমান গনি মুন্সীগঞ্জর জেলা প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জ পৌরসভার সদর রোড এলাকায় অভিযান কার্যক্রম পরিচালিত হয়।
ড্রিম টাচ, সময় কসমেটিকস ও কালার ম্যাচিং কসমেটিক্সের দোকানে মনিটরিং কালে দেখা যায় যে,
বিএসটিআই কর্তৃক নিষিদ্ধ ক্রিম বিক্রি করা হচ্ছে, এম আর পি বিহীন কসমেটিকস ও ওষুধ বিক্রি করা হচ্ছে। ড্রিম টাচ ও সময় কসমেটিকসকে ২০০০/- করে জরিমানা করা হয় এবং কালার ম্যাচিং কসমেটিক্সকে ৩০০০/- জরিমানা করা হয় এবং সংশোধন হবার জন্য নির্দেশনা দেয়া হয়।
সুপার মার্কেট এলাকায় আলমদিনা ভ্যারাইটিজ স্টোরে মনিটরিং কালে দেখা যায় যে, উতপাদনের তারিখ মেয়াদোত্তীর্ণের তারিখ এম আর পি বিহীন খাদ্য পন্য ও কসমেটিকস বিক্রি করা হচ্ছে। দোকানটিকে ৬০০০/- জরিমানা করা হয়।
অভিযান পরিচালনা করেন সহকারী পরিচালক, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মুন্সীগঞ্জ জেলা কার্যালয়। ব্যাটালিয়ন আনসার মুন্সীগঞ্জের একটি টিম ও উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মোঃ জামাল উদ্দিন মোল্লা অভিযানে সহযোগিতা করেন।
ঢাকা, বাংলাদেশ। মঙ্গলবার, ৯ আগস্ট, ২০২২ | |
ওয়াক্ত | সময় |
সুবহে সাদিক | ভোর ৪:১০ |
সূর্যোদয় | ভোর ৫:৩১ |
যোহর | দুপুর ১২:০৪ |
আছর | বিকাল ৪:৪০ |
মাগরিব | সন্ধ্যা ৬:৩৬ |
এশা | রাত ৭:৫৭ |
About Us Contact Privacy & Policy DMCA Sitemap
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সেরা নিউজ টুয়েন্টিফোর ডটকম - ২০১৮