জুবায়ের হাসানঃ
লক্ষ্মীপুর জেলার রায়পুরের সনামধন্য সাংবাদিক সংগঠন রায়পুর রিপোর্টার্স ইউনিটির ২০২০-২০২১ইং কমিটির সর্বশেষ মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রায়পুর শহরের আরএফসি রেস্টুরেন্টে ২০শে অক্টোবর ২০২১ইং, রোজ বুধবার একইসাথে বাৎসরিক থেকে দ্বিবার্ষিক নির্বাচনের তফসিল ২০২১-২০২৩ ঘোষণা করা হয়।
তবে পরবর্তীতে সংগঠনের বৃহৎ স্বার্থে বিভিন্ন বিষয় পর্যালোচনা করে জরুরী সভার মাধ্যমে পুনরায় দ্বি-বার্ষিক থেকে বার্ষিক নির্বাচন ২০২১-২০২২ করার ব্যাপারে জরুরি সভার আহবান করা হবে বলে জানানো হয়।
এছাড়াও বাৎসরিক সকল কার্যক্রম পর্যালোচনা করে সংখ্যাগরিষ্ঠ সদস্যদের সম্মতিক্রমে সংগঠনের প্রচলিত সংবিধানের বিভিন্ন বিষয়ে সংশোধন সম্পন্ন করা হয়েছে। সভাপতি পীরজাদা মাসুদ হোসাইন ও সাধারণ সম্পাদক মিলন মাহমুদ এর নেতৃত্বে বাৎসরিক কমিটির শেষ সভায় সদস্যদের সর্বোচ্চ উপস্থিতি লক্ষ্যে করা গেছে।
এবারের নির্বাচনী তফসিল অনুযায়ী ক্রমানুসারে একজন করে সভাপতি পদ, সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, সহ-সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, প্রচার ও প্রকাশনা সম্পাদক, অর্থ সম্পাদক, দপ্তর সম্পাদক, মহিলা সম্পাদিকা এবং ৪জন নির্বাহী সদস্য ও সাধারণ সদস্য পদ ঘোষণা করা হয়। তফসিল অনুযায়ী সাধারণ সদস্য পদ ব্যাতিত উল্লেখিত সকল পদে ভোটারগণ নির্বাচনী মনোনয়ন ফরম সংগ্রহ করতে পারবেন।
নির্বাচনী কার্যক্রমের ধাপ ও সময়সূচি নিম্নরূপঃ
১. মনোনয়ন সংগ্রহ ও জমাদান- ০১-১১-২০২১ইং থেকে ০৫-১১-২০২১ইং
২. যাচাই-বাছাই- ০৬-১১-২০২১ইং
৩. প্রত্যাহার- ০৮-১১-২০২১ইং
৪. নির্বাচন- ১৩-১১-২০২১ইং
রায়পুর/লক্ষ্মীপুর
ঢাকা, বাংলাদেশ। বুধবার, ১৮ মে, ২০২২ | |
ওয়াক্ত | সময় |
সুবহে সাদিক | ভোর ৩:৫১ |
সূর্যোদয় | ভোর ৫:১৫ |
যোহর | দুপুর ১১:৫৫ |
আছর | বিকাল ৪:৩৩ |
মাগরিব | সন্ধ্যা ৬:৩৫ |
এশা | রাত ৭:৫৯ |
About Us Contact Privacy & Policy DMCA Sitemap
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সেরা নিউজ টুয়েন্টিফোর ডটকম - ২০১৮