জুবায়ের হাসান, ডেস্ক রিপোর্ট:
১৪ই অক্টোবর ২০২১ইং থেকে সাময়িকভাবে মুঠোফোনে ইন্টারনেট সেবা বন্ধের ব্যাপারে যেসকল তথ্য জানিয়েছে শীর্ষ ১০ প্রতিষ্ঠান/কর্তৃপক্ষ।
১. যমুনা টিভি:-
অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ইন্টারনেট সেবা বন্ধ করে দেওয়া হয়েছে।
সূত্রঃ http://bit.do/jamunatv141021
২. সময় টিভি:-
কারিগরি ত্রুটির কারণে সারাদেশের সব মোবাইল অপারেটরের ইন্টারনেট সেবা সাময়িকভাবে বন্ধ রয়েছে।
সূত্রঃ http://bit.do/somoytv14102021
৩. প্রথম আলো:-
দেশের বিভিন্ন জেলা থেকে মুঠোফোনে দ্রুতগতির ইন্টারনেট সেবা না পাওয়ার খবর আসছে।
সূত্রঃ http://bit.do/palo14102021
৪. কালের কন্ঠ:-
দেশের ছয় জেলায় মোবাইল ইন্টারনেট সেবা বন্ধ।
সূত্রঃ http://bit.do/kk14102021
৫. বিটিআরসি:-
কারিগরি ত্রুটিতে বন্ধ মোবাইল ইন্টারনেট সেবা।
সূত্রঃ http://bit.do/btrc14102021
৬. ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী:-
কারিগরি ত্রুটির কারণে এটা হয়ে থাকতে পারে, বিষয়টি চিহ্নিত করার চেষ্টা চলছে, যে কোনো সময় আবার মোবাইল ইন্টারনেট সেবা চালু হবে।
সূত্রঃ http://bit.do/ptd14102021
৭. গ্রামীণফোন:-
অনিবার্য কারণবশত আমাদের ফোরজি ও থ্রিজি সেবা সাময়িকভাবে বন্ধ রয়েছে। ফোরজি ও থ্রিজি সেবা ফিরিয়ে আনতে আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কাজ করছি।
সূত্রঃ http://bit.do/gp14102021/ http://bit.do/gp214102021
৮. রবি:-
কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ইন্টারনেট সেবা বন্ধ করা হয়েছে।
সূত্রঃ http://bit.do/robi14102021 /http://bit.do/gp214102021
৯. এয়ারটেল:-
কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ইন্টারনেট সেবা বন্ধ করা হয়েছে।
সূত্রঃ http://bit.do/gp214102021
১০. বাংলালিংক:-
বাংলালিংকের কল সেন্টারে যোগাযোগ করা হলে বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশনের এক নির্দেশে তারা বেশ কয়েকটি জেলায় মোবাইল ইন্টারনেট বন্ধ রেখেছেন বলে জানান। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মোবাইল ফোনের থ্রিজি ও ফোরজি ইন্টারনেট সেবা বন্ধ থাকবে বলেও জানানো হয়। তবে নির্দিষ্ট করে জেলাগুলোর নাম জানাতে পারেননি।
সূত্রঃ http://bit.do/bl14102021
ঢাকা, বাংলাদেশ। শনিবার, ২৮ জানুয়ারী, ২০২৩ | |
ওয়াক্ত | সময় |
সুবহে সাদিক | ভোর ৫:২৩ |
সূর্যোদয় | ভোর ৬:৪১ |
যোহর | দুপুর ১২:১১ |
আছর | বিকাল ৪:০৬ |
মাগরিব | সন্ধ্যা ৫:৪২ |
এশা | রাত ৭:০০ |
About Us Contact Privacy & Policy DMCA Sitemap
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সেরা নিউজ টুয়েন্টিফোর ডটকম - ২০১৮