জুবায়ের হাসান, নিজস্ব প্রতিবেদকঃ
প্রবাস ফেরত জুটন নামে রক্তমাখা এক ব্যাক্তির লাশ উদ্ধার করেছে রায়পুর থানা পুলিশ। অবিবাহিত মোঃ আতাউর রহমান জুটন (৪৫) লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার ৯নং দঃ চর আবাবিল ইউনিয়নের টাকুয়ার চর গ্রামের স্থায়ী বাসিন্দা মৃত. মোখলেছুর রহমানের বড় ছেলে। শনিবার সন্ধ্যায় ৫নং ওয়ার্ডের গ্রাম পুলিশ সোলেমান ও স্থানীয় মেম্বার তাজুল ইসলাম (তাজু) থেকে তথ্য পেয়ে হায়দরগঞ্জ পুলিশ ফাঁড়ি থানার পুলিশ পরিদর্শক জাহাঙ্গীর আলম ফোর্সসহ লাশ উদ্ধারে আসেন।
এর পূর্বে শনিবার দুপুরে জুটনের ছোট বোন থেকে জানা যায়, জুটনকে শুক্রবার থেকে পাওয়া যাচ্ছিল না। এরপর তিনি রায়পুর থানায় নিখোঁজ ডায়রী (জিডি: ২৪৫) করেছিলেন।
লাশটি মৃত. সৈয়দ ইঞ্জিনিয়ার নামক বাড়ী দরজার সম্মুখে রক্তমাখা বালিশের উপরে কাথাঁ মোড়ানো অবস্থায় পাওয়া যায়। প্রাথমিকভাবে লাশের মাথার পিছনে কোপাঁনোর চিহ্ন পাওয়া গেছে। উল্লেখিত বাড়ীতে নয়ন (৫৫)সহ দু-সন্তান বসবাস করতো বলে জানা যায়। তবে বাড়িটি বন্ধ পাওয়া যাওয়ায় তদন্তের স্বার্থে পুলিশ তালা ভেঙ্গে শুধুমাত্র নয়ন (৫৫) এর দু সন্তানকে পেয়ে পুলিশ হেফাজতে নিয়ে যায়।
ঘটনাস্থল পরিদর্শন করেন; সহকারী পুলিশ সুপার (রায়পুর সার্কেল) স্পিনা রানী প্রামাণিক, রায়পুর থানার অফিসার ইনচার্জ আবদুল জলিল ও তদন্ত অফিসার শিপন বড়ুয়া। ঘটনাস্থলে সহকারী পুলিশ সুপার (রায়পুর সার্কেল) স্পিনা রানী প্রামাণিক জানান; তদন্ত চলমান থাকবে, লাশ ময়না তদন্তের জন্য পাঠানো হবে। রায়পুর থানার অফিসার ইনচার্জ আবদুল জলিল জানান; আলামত জব্দ করা হচ্ছে, ঘটনা রহস্যময় মনে হচ্ছে।
এদিকে রবিবার ভোর রাত প্রায় ৩.০০ ঘটিকায় পাশ্ববর্তী বাড়ি থেকে নয়ন (৫৫) কে আটক করে পুলিশ। নয়ন (৫৫) সহ জুটন (৪৫) একাধিক পরকীয়ায় লিপ্ত ছিল বলেও রবিবার সকালে ঘটনাস্থলে এ গুঞ্জন লক্ষ্য করা যায়। এসময় স্থানীয়রা জানায়, তার সাথে সম্পত্তি নিয়ে অনেকের সাথে বিবাদ রয়েছে। শেষ খবর পাওয়া পয়ন্ত এ বিষয়ে কোন মামলা রুজু হয়নি।
জুবায়ের/রায়পুর/লক্ষ্মীপুর
ঢাকা, বাংলাদেশ। শনিবার, ২৮ জানুয়ারী, ২০২৩ | |
ওয়াক্ত | সময় |
সুবহে সাদিক | ভোর ৫:২৩ |
সূর্যোদয় | ভোর ৬:৪১ |
যোহর | দুপুর ১২:১১ |
আছর | বিকাল ৪:০৬ |
মাগরিব | সন্ধ্যা ৫:৪২ |
এশা | রাত ৭:০০ |
About Us Contact Privacy & Policy DMCA Sitemap
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সেরা নিউজ টুয়েন্টিফোর ডটকম - ২০১৮