জুবায়ের হাসান, নিজস্ব প্রতিবেদকঃ
ভোররাতে চুরি হয়েছে রায়পুরের একাধিক দোকান ও ৩টি বসতবাড়িতে। ঘটনাস্থল থেকে জানা যায়, গতকাল ভোররাতে রায়পুর টু হায়দরগঞ্জ সড়কের তুলাতলী বাজারের দুটি ব্যবসা প্রতিষ্ঠানে অভিনব কায়দায় চুরি হয়েছে। ভাই ভাই ডিপার্টমেন্টাল ষ্টোর ও রাজ্জাক ষ্টোর এর সাটারের তালা ভেঙ্গে চোরদল নিয়ে যায় লক্ষাধিক টাকার মালামালসহ নগদ ২৫ হাজার টাকা।
এব্যাপারে প্রশাসনের জোর অভিযান পরিচালনার জন্য আহবান জানিয়েছে তুলাতলী বাজারের স্থানীয় জনতা। এদিকে হায়দরগঞ্জ বাজার টু জামতলী সড়কের ৩টি বাড়িতে সিঁধ কেটে চুরির ঘটনা ঘটেছে। স্থানীয়রা জানান, একই সময়ে আমাদের এলাকায় ৩টি ঘরে চুরি হয়। সর্বশেষ ঘর থেকে চুরির সময় আমরা ১জন চোরকে ধরে ইউনিয়ন পরিষদে নিয়ে আসি।
১নং উত্তর চর আবাবিল ইউনিয়নের ৪নং ওয়ার্ডের চৌকিদার বিল্লাল হোসেন জানান, আমরা চোর থেকে দুটি মোবাইল, ২৩ হাজার টাকাসহ বিকাশ একাউন্টের একটি সিম উদ্ধার করেছি। এসময় গণআটককৃত চোর জানায়, আমার বিরুদ্ধে যড়যন্ত্র করা হয়েছে। আমি নির্দোষ, কিছুক্ষন আগে সোহেল আমোকে অনেক মারধর করেছে। সে আমার মোবাইল থেকে মেমোরী নিয়ে গেছে। আমার মেমোরীতে কল রেকর্ডিং শুনে দেখুন সোহেল আমাকে ফাঁসিয়েছে। প্রাথমিকভাবে সোহেলের পরিচয় সনাক্ত করা যায়নি।
অপরদিকে সকাল প্রায় ৯.০০ঘটিকায় আটককৃত চোরকে সনাক্ত ও তদন্তের জন্য হায়দরগঞ্জ পুলিশ ফাড়িঁতে নেওয়া হয়েছে।
বি:দ্র: বিস্তারিতভাবে অনুসন্ধানমূলক তথ্য সংযোজনের চেষ্ঠা চলছে, অপেক্ষায় থাকুন।
জুবায়ের/রায়পুর/লক্ষ্মীপুর
ঢাকা, বাংলাদেশ। শনিবার, ২৮ জানুয়ারী, ২০২৩ | |
ওয়াক্ত | সময় |
সুবহে সাদিক | ভোর ৫:২৩ |
সূর্যোদয় | ভোর ৬:৪১ |
যোহর | দুপুর ১২:১১ |
আছর | বিকাল ৪:০৬ |
মাগরিব | সন্ধ্যা ৫:৪২ |
এশা | রাত ৭:০০ |
About Us Contact Privacy & Policy DMCA Sitemap
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সেরা নিউজ টুয়েন্টিফোর ডটকম - ২০১৮