আমেরিকার খাদ্য ও ওষুধ নিয়ন্ত্রক সংস্থার তৈরি বিশেষজ্ঞ কমিটি ছাড়পত্র দিয়েছেন ফাইজারের করোনা টিকাকে। জরুরি ব্যবহারের জন্য এই ছাড়পত্র দেওয়া হয়েছে। এর আগে ইতিমধ্যে ব্রিটেন, কানাডা, বাহারাইন ও সৌদি আরবে ফাইজারের টিকা জরুরি ভিত্তিতে ব্যবহারের ছাড়পত্র দেওয়া হয়েছে। ভারতেও এমন ছাড়পত্রের জন্য আবেদন করেছে ফাইজার-বায়োএনটেক।
বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) মার্কিন উপদেষ্টা প্যানেলের ১৭ সদস্য এটির জরুরি ব্যবহারের পক্ষে মত দিয়েছেন। এদের মধ্যে চার জন বিরুদ্ধে ভোট দিয়েছেন, একজন অনুপস্থিত ছিলেন।
ডন জানায়, ১৭-৪ ভোটে ফাইজার এবং এর জার্মান পার্টনার বায়োনটেকের টিকাকে বয়স্ক ও ১৬ বছরের বেশি বয়সীদের জন্য নিরাপদ ও কার্যকর বলে ঘোষণা করা হয়। একজন ভোটদানে বিরত ছিলেন।
আনন্দবাজার পত্রিকা তাদের এক প্রতিবেদনে জানায়, বিশেষজ্ঞরা টিকা পরবর্তী সময়ের ঝুঁকির কথা মাথায় রাখতে বলেছেন। এছাড়া, বৈজ্ঞানিক ও সংক্রমক ব্যধি বিশেষজ্ঞসহ আরও কয়েকজনকে নিয়ে তৈরি এই কমিটি টিকা প্রয়োগের নানা দিক খতিয়ে দেখেছে বলে জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবারই প্রায় ৪৪ হাজার মানুষের উপর টিকা প্রয়োগ করে তার ফলাফল নিউ ইংল্যান্ড জার্নালে প্রকাশ করেছে সংস্থাটি। তারপরেই এসেছে ছাড়পত্র দেওয়ার দাবি।
ফলাফলে দাবি করা হয়েছে, এই টিকা গড়ে ৯৫ শতাংশ কার্যকর। তেমন কোনও পার্শ্বপ্রতিক্রিয়াও এই টিকার ফলে দেখা যায়নি। আরএনএ প্রযুক্তি ব্যবহার করে এই টিকা তৈরি করার ফলেই এই সাফল্য বলে জানিয়েছেন ফাইজারের বিজ্ঞানীরা।
আরও পড়ুন: অ্যালার্জি থাকলে ফাইজারের টিকা না নিতে বলল ব্রিটেন
তবে খারাপ খবর এসেছে ব্রিটেন থেকে। সেখানে জরুরি ভিত্তিতে টিকা নেওয়ার পর দুই স্বাস্থ্যকর্মীর শরীরে অ্যালার্জি দেখা দিয়েছে। সেই কারণে ছাড়পত্র পেলেও এই টিকার গায়ে একটি লেবেল থাকবে, যেখানে সতর্ক করা থাকবে পার্শ্বপ্রতিক্রিয়ার বিষয়ে।
ঢাকা, বাংলাদেশ। রবিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৩ | |
ওয়াক্ত | সময় |
সুবহে সাদিক | ভোর ৫:২০ |
সূর্যোদয় | ভোর ৬:৩৮ |
যোহর | দুপুর ১২:১২ |
আছর | বিকাল ৪:১১ |
মাগরিব | সন্ধ্যা ৫:৪৭ |
এশা | রাত ৭:০৫ |
About Us Contact Privacy & Policy DMCA Sitemap
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সেরা নিউজ টুয়েন্টিফোর ডটকম - ২০১৮