কেনো নিজেকে শেষ করো
লেখকঃ সবুজ হোসেন (পাটগ্রাম,লালমনিরহাট)
লালমনিরহাট (বিনোদন ডেস্কঃ)
সুন্দর এই ভোবনে,
মহান আল্লাহ অনেক কিছু সৃষ্ঠি করেছে।
এই সৃষ্ঠির মাঝ থেকে,
সাম্মানো এই কয় দিনে কি পেলে?
য়া সাম্মানো একটু কষ্ঠের জন্য,
সুন্দর জীবন টাকে,
এই পৃথিবীর আলো থেকে,
অন্ধকার জীবনে নিয়ে যাবে।
জীবন টা হলো ক্ষনিকের জন্য।
এই ক্ষনিকের জীবনে,
সৃষ্ঠির কাজ থেকে কি পেলে?
সৃষ্ঠিকে খুসি করার জন্য,
কতো রেকাত নামাজ বা পড়লে?
কি বা ভূল করলে।
য়া এই সুন্দর পৃথিবী ছেড়ে,
চলে য়েতে হবে?
সাম্মানো কিছু কষ্ঠের জন্য,
আলো কিতো জীবন টা,
অন্ধকার জীবনে নিয়ে যাবে?
সুন্দর এই পৃথিবীতে বেচে থাকলে,
অনেক সুখ খুজে পাবে।
ঢাকা, বাংলাদেশ। শনিবার, ২৮ জানুয়ারী, ২০২৩ | |
ওয়াক্ত | সময় |
সুবহে সাদিক | ভোর ৫:২৩ |
সূর্যোদয় | ভোর ৬:৪১ |
যোহর | দুপুর ১২:১১ |
আছর | বিকাল ৪:০৬ |
মাগরিব | সন্ধ্যা ৫:৪২ |
এশা | রাত ৭:০০ |
About Us Contact Privacy & Policy DMCA Sitemap
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সেরা নিউজ টুয়েন্টিফোর ডটকম - ২০১৮