২০১৪ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় বিজয়ী হন নাদিয়া মিম। তবে ছোটপর্দায় কাজের মধ্য দিয়ে বিনোদন জগতে পরিচিতি পেয়েছেন মীম। তিনি বর্তমানে ‘হাওয়াই মিঠাই’ নামের একটি ধারাবাহিকে কাজ করছেন। প্রেমের বিষয় নিয়ে জানতে চাইলে তিনি গণমাধ্যমকে বলেন, তারকাদের প্রেমকে অনেকেই অন্যভাবে নেয়। আমাদের কি প্রেম-ভালোবাসা থাকতে নেই? সারাদিন তো প্রেম-ভালোবাসার গল্পের ভেতর থাকি। মনের ভেতরে প্রেম থাকতেই পারে।
প্রেমিকের পরিচয় কী আর প্রেম কবে বিয়েতে গড়াবে? এমন প্রশ্নে মীম বলেন, এখনই বিস্তারিত বলা যাবে না। শুধু বলি, তিনি একজন গিটারিস্ট। বাদবাকি সব জানাব বিয়ের পর।
তিনি বলেন, তাদের সম্পর্ক নিয়ে ইতোমধ্যে কিছু ভুল তথ্য ছড়িয়েছে। এসব নিয়ে বিস্তারিত কিছু বলতে চান না তিনি।
মীম আরও জানান, করোনার শুরুতে তাদের প্রেমের সূচনা। এখনই বিয়ে নিয়ে ভাবনা নেই। এই মুহূর্তে কাজ নিয়েই ব্যস্ততা বেশি।
সম্পর্ক প্রসঙ্গে তিনি বলেন, আমাদের রিলেশনকে অন্যভাবে দেখার কিছু নেই। দুজন দুজনকে পছন্দ করি। যদি জানতে চান প্রেম কি না, বলব, হ্যাঁ প্রেম। কয় মাস হলো, সেটা বড় কথা নয়। কবে বিয়ে করব, সেসব পরিকল্পনা করেই জানাব।
ঢাকা, বাংলাদেশ। শনিবার, ২৮ জানুয়ারী, ২০২৩ | |
ওয়াক্ত | সময় |
সুবহে সাদিক | ভোর ৫:২৩ |
সূর্যোদয় | ভোর ৬:৪১ |
যোহর | দুপুর ১২:১১ |
আছর | বিকাল ৪:০৬ |
মাগরিব | সন্ধ্যা ৫:৪২ |
এশা | রাত ৭:০০ |
About Us Contact Privacy & Policy DMCA Sitemap
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সেরা নিউজ টুয়েন্টিফোর ডটকম - ২০১৮