এক্সচেঞ্জ’ শিরোনামের নতুন একটি নাটক মুক্তি পেয়েছে অন্তর্জালে। মেজবাহ উদ্দিন সুমনের রচনায় নাটকটি পরিচালনা করেছেন রুবেল হাসান। এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জিয়াউল ফারুক অপূর্ব, সাবিলা নূর, আনন্দ খালিদ, শামীমা নাজনীনসহ আরও অনেকে।
ইভটিজিংয়ের বিরুদ্ধে প্রতিবাদের গল্পে নির্মিত এ নাটকটিতে ‘সাকিব’ চরিত্রে অভিনয় করেছেন অপূর্ব। আলোচিত ‘এক্সচেঞ্জ’ নাটকটির বিরুদ্ধে আইডিয়া ও সিকোয়েন্স চুরির অভিযোগ করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের সাংগঠনিক সম্পাদক শামীম রানা। সামাজিক যোগাযাগমাধ্যমে ‘বাংলা নাটক’ গ্রুপে একটি স্ট্যাটাস দিয়ে ‘এক্সচেঞ্জ’ নাটকের পরিচালকের দৃষ্টি আকর্ষণ করেছেন তিনি।
স্ট্যাটাসে শামীম রানা লিখেছেন, ‘আলোড়ন তোলা নাটক Xchange এর বিরুদ্ধে আইডিয়া চুরির অভিযোগ। (নট অনলি আইডিয়া, সিকোয়েন্স চুরির অভিযোগ)। ২০১৭ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে নরমাল ডিএসএলআর ক্যামেরা দিয়ে ‘এ কেমন বিচার’ নামে একটি ছোট গল্প বানিয়েছি আমি। আমার তখনকার চ্যানেলটি কোনো কারণে বন্ধ হয়ে যায়। তবে আমার এই ছোট্ট শর্টফিল্মটি বিভিন্ন চ্যানেলে বিভিন্নজন আপলোড করেছে। তেমনই কোনো একটি চ্যানেল থেকে কাজটার লিংক যুক্ত করলাম স্টাটাসের শেষে।’
স্ট্যাটাসের সূত্র ধরে যোগাযোগ করা হলে শামীম সময় নিউজকে বলেন, ‘নাটকের গল্প আমার শর্টফিল্মের সঙ্গে মিলে যায়। হিরোর নাম থেকে শুরু করে প্রতিটি সিকোয়েন্স এবং সংলাপও আমার শর্টফিল্মে রয়েছে। আইডিয়া মিলতে পারত কিন্তু সিকোয়েন্স ও সংলাপ মিলে যাওয়াটা মেনে নেওয়া যায় না। বাংলা নাটকের গল্পে কি আকাল পড়েছে?’
শামীম রানার দেওয়া ফেসবুক স্ট্যাটাস
গল্প এবং সিকোয়েন্স মিলে যাওয়ার ব্যাপারে জানতে চাইলে ‘এক্সচেঞ্জ’ নাটকের পরিচালক রুবেল হাসান সময় নিউজকে বলেন, ‘কনসেপ্ট তো মিলতেই পারে। কিন্তু চিত্রনাট্যে মিল আছে কিনা সেটি দেখা উচিত। কনসেপ্ট কোনো না কোনো দিক থেকে মিলতেই পারে।’
নাটকের কিছু সংলাপ এবং হিরোর নামেও মিল পাওয়া যাচ্ছে। এ প্রসঙ্গে রুবেল বলেন, ‘কো-ইন্সিডেন্টলি হয়ত মিলে যেতেই পারে। আমার রাইটার চাইলে চতুরতা দেখাতে পারতেন। হিরোর নাম বদল করেও দিতে পারতেন। এটি নিয়ে আসলে এখন কিছু বলার নেই।’
এদিকে ‘বাংলা নাটক’ গ্রুপে বিষয়টি নিয়ে বেশ আলোচনা-সমালোচনা চলচ্ছে। শামীম রানার পোস্টে বিষয়টির পক্ষে-বিপক্ষে কথা বলছেন অনেকে।
ঢাকা, বাংলাদেশ। শনিবার, ২৮ জানুয়ারী, ২০২৩ | |
ওয়াক্ত | সময় |
সুবহে সাদিক | ভোর ৫:২৩ |
সূর্যোদয় | ভোর ৬:৪১ |
যোহর | দুপুর ১২:১১ |
আছর | বিকাল ৪:০৬ |
মাগরিব | সন্ধ্যা ৫:৪২ |
এশা | রাত ৭:০০ |
About Us Contact Privacy & Policy DMCA Sitemap
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সেরা নিউজ টুয়েন্টিফোর ডটকম - ২০১৮