লন্ডনে লকডাউন বিরোধী বিক্ষোভ থেকে দেড়শ’র বেশি বিক্ষোভকারীকে আটক করেছে পুলিশ। শনিবার (২৮ নভেম্বর) লন্ডনে এ বিক্ষোভে অংশ নেন বহু মানুষ। এত মানুষের সমাবেশে করোনার সংক্রমণ ভয়াবহ আকারে বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
বিশাল জনসমাবেশ দেখে বোঝার কোনও উপায় নেই যুক্তরাজ্যে প্রতিদিন করোনা শনাক্তের সংখ্যা ১৬ হাজারের বেশি। করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলায় লকডাউন চলছে দেশটিতে। তবে, লকডাউন মানতে নারাজ এ বিক্ষোভকারীরা। তারা মাস্ক পরবেন না, মানবেন না কোন লকডাউন। তাদের দাবি স্বাভাবিক জীবন ফিরিয়ে দেয়া হোক। তাদের স্বাধীনতা ফিরিয়ে দেয়া হোক। এছাড়াও করোনার টিকা দেয়ার পক্ষে নন তারা।
বিক্ষোভকারীরা বলেন, আমি টিকা দিতে চাই না, আমার বন্ধুরাও চায় না। আমি মুক্তি চাই, আমি আমার জীবন আমার মত করে কাটাতে চাই। করোনা বলে এখন আর কিছু নেই, সবই সরকারের ধোকা। অর্থনৈতিক দুরবস্থা ঢাকতে নাটক করছে সরকার।
এসময় একজন বিক্ষোভকারীকেও মাস্ক পড়তে দেখা যায়নি, সামাজিক দূরত্ব মেনেও বিক্ষোভে অংশ নেননি তারা। আর এ কারণে পুলিশ বারবার তাদের সতর্ক করে মাস্ক পরার জন্য এবং ঘরে ফিরে যাওয়ার জন্য। তবে পুলিশের কথায় কান না দিয়ে বিক্ষোভ চালিয়ে যান বিক্ষোভকারীরা। পুলিশের কাজে বাধা দেন অনেকে, পুলিশের সঙ্গে ধস্তাধস্তিও হয় বিক্ষোভকারীদের। এসময় পুলিশ আটক করে অনেক বিক্ষোভকারীকে।
ব্রিটেনের চলমান লকডাউন শেষ হবে আগামী ২ ডিসেম্বর। লকডাউনের মধ্যে যে কোনো সমাবেশ নিষিদ্ধ করেছে সরকার। এরমধ্যে এমন সমাবেশ করোনার সংক্রমণ আরও বাড়াতে পারে বলে আশঙ্কা প্রশাসনের।
ঢাকা, বাংলাদেশ। বুধবার, ২৭ জানুয়ারি, ২০২১ | |
ওয়াক্ত | সময় |
সুবহে সাদিক | ভোর ৫:২৩ |
সূর্যোদয় | ভোর ৬:৪১ |
যোহর | দুপুর ১২:১১ |
আছর | বিকাল ৪:০৬ |
মাগরিব | সন্ধ্যা ৫:৪২ |
এশা | রাত ৭:০০ |
About Us Contact Privacy & Policy DMCA Sitemap
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সেরা নিউজ টুয়েন্টিফোর ডটকম - ২০১৮