জুবায়ের হাসান, নিজস্ব প্রতিবেদকঃ
সারাদেশের ন্যায় লক্ষ্মীপুর জেলার রায়পুরের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন, সরকারি, বেসরকারি দপ্তর কর্মকতা-কর্মচারীসহ জনসাধারণ মহান বিজয় দিবস পালন করেছে। বুধবার (১৬ই ডিসেম্বর) সকাল ৮,০০ ঘটিকায় উপজেলা ও পুলিশ প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ প্রাঙ্গনে বঙ্গবন্ধুর মোরালে এবং শহীদ স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পন, সীমিত পরিসরে কুচকাওয়াজ, জাতীয় পতাকা উত্তোলন এবং উপজেলা মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার সাবরিন চৌধুরী, সহকারি কমিশনার (ভুমি) আখতার জাহান সাথী, রায়পুর থানার অফিসার ইনচার্জ আবদুল জলিল, উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মামুনুর রশিদ, ভাইস চেয়ারম্যান মারুফ বিন জাকারিয়া ও প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তারাসহ গণমাধ্যমকর্মীরা।
এসময় রায়পুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি পীরজাদা মোঃ মাসুদ হোসাইনের নেতৃত্বে সাধারণ সম্পাদক মিলন মাহমুদ, সহ-সভাপতি আখতার হোসাইন, সহ-সভাপতি জসিম উদ্দিন, যুগ্ন-সাধারণ সম্পাদক মাহমুদ সানি, সাংগঠনিক সম্পাদক এস.এম জাকির হোসাইন, প্রচার সম্পাদক জুবায়ের হাসান, অর্থ সম্পাদক ইউসুফ হোসেন, ক্রীড়া সম্পাদক রনি আহমেদ, অফিস সম্পাদক ইমতিয়াজ মিশরী, নির্বাহী সদস্য মামুন ভূঁইয়া, সদস্য আকিব ইমরান, রবিনসহ অন্যান্য সদস্যবৃন্দ উপজেলা পরিষদ প্রাঙ্গনে বঙ্গবন্ধুর মোরালে এবং শহীদ স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পন করেছে।
এছাড়াও বঙ্গবন্ধুর মোরালে এবং শহীদ স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পন করেছে রায়পুর প্রেসক্লাব ও সাংবাদিক ইউনিয়নের সদস্যবৃন্দ।
ঢাকা, বাংলাদেশ। রবিবার, ১৭ জানুয়ারি, ২০২১ | |
ওয়াক্ত | সময় |
সুবহে সাদিক | ভোর ৫:২৪ |
সূর্যোদয় | ভোর ৬:৪৩ |
যোহর | দুপুর ১২:০৮ |
আছর | বিকাল ৩:৫৯ |
মাগরিব | সন্ধ্যা ৫:৩৪ |
এশা | রাত ৬:৫৪ |
About Us Contact Privacy & Policy DMCA Sitemap
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সেরা নিউজ টুয়েন্টিফোর ডটকম - ২০১৮