ডেস্ক রিপোর্টঃ
পঞ্চম ধাপে দেশের ৩১টি পৌরসভা নির্বাচনে দলীয় মেয়র প্রার্থীদের নাম ঘোষণা করেছে আওয়ামী লীগ। আগামী ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় পঞ্চম ধাপের নির্বাচনে নৌকা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করবেন তারা। পঞ্চম ধাপে রায়পুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়েছেন মো: গিয়াস উদ্দিন রুবেল ভাট।
শনিবার সকাল ১১টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে অনুষ্ঠিত আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায় তাদের নাম চূড়ান্ত হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভাপতি শেখ হাসিনা। সভা শেষে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রার্থীদের নাম জানানো হয়।
মো: গিয়াস উদ্দিন রুবেল ভাট রায়পুর পৌর সভার ৩ নং ওয়ার্ডের সাবেক সোনালী ব্যাংক রোড এলাকার ঐতিহ্যবাহী ভাট পরিবারের সদস্য এবং হুমায়ুন কবির ভাটের ছেলে। তিনি বাংলাদেশ আওয়ামীলীগের যুব ও ক্রীড়া বিষয়ক উপ-কমিটির সাবেক সদস্য এবং ছাত্রলীগের জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সহ-সম্পাদক ছিলেন।
ঢাকা, বাংলাদেশ। বুধবার, ৩ March, ২০২১ | |
ওয়াক্ত | সময় |
সুবহে সাদিক | ভোর ৫:০৪ |
সূর্যোদয় | ভোর ৬:১৯ |
যোহর | দুপুর ১২:১০ |
আছর | বিকাল ৪:২৪ |
মাগরিব | সন্ধ্যা ৬:০২ |
এশা | রাত ৭:১৭ |
About Us Contact Privacy & Policy DMCA Sitemap
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সেরা নিউজ টুয়েন্টিফোর ডটকম - ২০১৮