">
বিশেষ প্রতিনিধি: লক্ষীপুরের রায়পুরে ব্লাড ফর বাংলাদেশ ও মামাজ এর উদ্যোগে প্রতিষ্ঠিত “আলোর ঘর ” ফ্রি টিউশন হোম এন্ড স্কুলের উদ্বোধন হয়েছে। আজ সোমবার বিকেলে উপজেলার ৩ নং চরমোনা সুলতানিয়া প্রথমিক বিদ্যালয়ের হল রুমে এর শুভ উদ্বোধন অনুষ্ঠান করা হয়। ব্লাড ফর বাংলাদেশের পরিচালক বায়েজীদ বোস্তামী সোহাগ এর পরিচালনা, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্লাড ফর বাংলাদেশের উপদেষ্টা ইঞ্জিনিয়ার ফারুক। বিশেষ অতিথি শফিউল আলম টিপু, মোঃ আবুল কালাম, মোঃ আল-আমিন রায়হান, মোঃ ইব্রাহীম, সাজির আহমেদ, বাহার হোসেন দেওয়ান।
এছাড়াও উপস্থিত ছিলেন মানুষ মানুষের জন্য মামাজ এর সভাপতি, আবুল হাসান সহেল।আব্দুর রহমান, ব্লাড ফর বাংলাদেশ, সাধারন সম্পাদক, নিশাদ রাব্বি। তহির হোসাইন, রাকিব হোসেন, আল-আমিন আবির, লিটন আহমেদ, তাহমীদ পাটওয়ারী।নাহিদুল ইসলাম তাজুল। তায়েপ আহেমদ রূপক সহ স্থানীয় লোকজন ও স্বেচ্ছাসেবীরা।ব্লাড ফর বাংলাদেশ ও মামাজ এর উদ্যোগে প্রতিষ্ঠিত এই ” আলোর ঘর ” ফ্রি টিউশন হোম এন্ড স্কুল।এটি একটি সন্ধ্যা কালিন স্কুল, সমাজের অসহায় সুবিধা বঞ্চিত দের জন্য ফ্রি টিউশন এর জন্য গড়ে তোলা হয়েছে স্কুলটি সম্পুন্ন বিনামূল্যে পাঠদান প্রধান করার জন্যে।এখানে প্রায় ৪০ জন শিক্ষার্থীর সম্পূর্ণ ব্যবস্থা রয়েছে স্কুলটিতে।
About Us Contact Privacy & Policy DMCA Sitemap
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সেরা নিউজ টুয়েন্টিফোর ডটকম -২০১৮