">
বিশেষ প্রতিনিধিঃ
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার চরপক্ষী গ্রামের মৃত নারায়ণ চন্দ্র সরকারের মেয়ে প্রিয়াংকা সরকারকে বিয়ে করার নামে প্রতারণা, অভিযোগে প্রতারক চক্রের ৪ সদস্যকে গ্রেফতার করেছে রায়পুর থান পুলিশ। গত সোমবার রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
প্রতারকদের মধ্যে রয়েছে, লক্ষ্মীপুর সদর উপজেলার বটতলী গ্রামের কর্মকার বাড়ির মৃত নরেন্দ্র চন্দ্র কর্মকারের ছেলে সন্তোষ কর্মকার (৩৮), খন্দকারপুর গ্রামের কর্মকার বাড়ির কমল কর্মকারের ছেলে শ্রীধাম কর্মকার ও কুমিল্লার মনোহরগঞ্জ থানার বিপুলাসার গ্রামের সঞ্জু কর্মকারের ছেলে লিটন চন্দ্র কর্মকার।
এরআগে চক্রের অন্য সদস্য বটতলী গ্রামের কর্মকার বাড়ির মৃত নরেন্দ্র চন্দ্র কর্মকারের ছেলে লক্ষণ কর্মকারকে (৩৫) পুলিশে সোপর্দ করে স্থানীয়রা। পুলিশ জানায়, রায়পুর উপজেলার চরপক্ষী গ্রামের মৃত নারায়ণ চন্দ্র সরকারের মেয়ে প্রিয়াংকা সরকারকে বিয়ে করার প্রলোভন দেখিয়ে প্রিয়াংকা সরকাররের কাছ থেকে মোট অংঙ্কের টাকা আত্মসাৎ ও হুমকি ধমকি দেয় এ চক্রটি।
স্থানীয়রা এ ঘটনায় গত শনিবার চক্রের এক সদস্যকে ধরে পুলিশে সোপর্দ করেন । পরদিন ভুক্তভোগী প্রিয়াংকার ভাই দেবাশীষ বাদী হয়ে রায়পুর থানায় মামলা দায়ের করেন যাহার নং ১০। এরই প্রেক্ষিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম আজিজুর রহমান মিয়া জানান, প্রতারণা মামলায় ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে। তবে এ মামলার প্রধান আসামী কুমিল্লার বিপুলাসার গ্রামের শ্রীধাম কর্মকার (৩৩) পলাতক রয়েছে বলে জানান এই কর্মকর্তা।
উল্লেখ্য, প্রতারক চক্রটি লক্ষ্মীপুর ছাড়াও অন্যান্য জেলায় একই কায়দায় একাধিক পরিবারের সাথে প্রতারণা করেছে বলে অভিযোগ রয়েছে।
About Us Contact Privacy & Policy DMCA Sitemap
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সেরা নিউজ টুয়েন্টিফোর ডটকম -২০১৮