স্পোর্টস ডেস্ক;;ফেভারিট ব্রাজিলের সঙ্গে শেষ আটে টিকে রয়েছে ফ্রান্স, উরুগুয়ে, ইংল্যান্ডের মতো অতীত বিশ্বচ্যাম্পিয়নরা৷ তাদের সঙ্গে প্রথমবার খেতাব জয়ের লক্ষ্যে লড়াই চালাচ্ছে বেলজিয়াম, সুইডেন, ক্রোয়েশিয়া ও আয়োজক রাশিয়া৷
দু’বারের চ্যাম্পিয়ন উরুগুয়ে (১৯৩০ ও ১৯৫০) ও একবার খেতাবজয়ী ফ্রান্স (১৯৯৮)এর মধ্যে যে কোনও একটি দল সেমিফাইনালের টিকিট আদায় করে নেবে৷
আগামী ৬ জুলাই ভারতীয় সময় রাত ৮টায় নিজনি নভগোরডে দু’দল প্রথম কোয়ার্টার ফাইনালে একে অপরের মুখোমুখি হবে৷ রাত ১২টায় কাজান এরিনায় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল (১৯৫৮, ১৯৬২, ১৯৭০, ১৯৯৪ ও ২০০২) দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল খেলতে নামবে প্রথমবার খেতাব জয়ের দৌড়ে থাকা বেলজিয়ামের৷
কোয়ার্টার ফাইনালের সূচি:
(৬ জুলাই, শুক্রবার)
উরুগুয়ে বনাম ফ্রান্স (নিজনি নভগোরড, রাত ৮ টায়)
ব্রাজিল বনাম বেলজিয়াম (কাজান, রাত ১২ টায়)
(৭ জুলাই, শনিবার)
সুইডেন বনাম ইংল্যান্ড (সামারা, রাত ৮ টায়)
রাশিয়া বনাম ক্রোয়েশিয়া (সোচি, রাত ১২ টায়)
ঢাকা, বাংলাদেশ। সোমবার, ১৮ জানুয়ারি, ২০২১ | |
ওয়াক্ত | সময় |
সুবহে সাদিক | ভোর ৫:২৪ |
সূর্যোদয় | ভোর ৬:৪৩ |
যোহর | দুপুর ১২:০৯ |
আছর | বিকাল ৩:৫৯ |
মাগরিব | সন্ধ্যা ৫:৩৫ |
এশা | রাত ৬:৫৪ |
About Us Contact Privacy & Policy DMCA Sitemap
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সেরা নিউজ টুয়েন্টিফোর ডটকম - ২০১৮