">
ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে এক মাদক কারবারি নিহত হয়েছেন। বন্দুকযুদ্ধের পর ঘটনাস্থল থেকে একটি দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র ও ১০০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশ।
গতকাল শনিবার দিবাগত রাত ২টার দিকে জেলার রাণীশংকৈল উপজেলার দুর্লভপুর গ্রামে এ ঘটনা ঘটে।নিহত রফিকুল ইসলাম তালেবান(৫১) রানীশংকৈল উপজেলার ভরনিয়া (শিয়ালডাম্গী) গ্রামের হুমাউন কবিরের ছেলে।
পুলিশ জানায়, রাতে রাণীংশকৈল উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালাতে যায় পুলিশ। মহারাজাগামী রাস্তা দিয়ে দুর্লভপুর গ্রাম এলাকায় যাওয়ার পর মাদক কারবারি রফিকুলসহ ১০/১২ জন চোরাকারবারি পুলিশের ওপর হামলা চালায়। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। ১০/১৫ মিনিট ধরে চলা বন্দুকযুদ্ধের পর চোরাকারবারিরা পালিয়ে যায়। পরে স্থানীয় জনতার সহায়তায় ধানক্ষেত থেকে রফিকুলকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রফিকুলকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মান্নান জানান, বন্দুকযুদ্ধের পর ঘটনাস্থল থেকে একটি পাইপগান, কিছু ধারালো অস্ত্র ও ১০০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। তিনি আরো জানান, নিহত রফিকুলের বিরুদ্ধে বালিয়াডাঙ্গী ও রানীশংকৈল থানায় মাদকদ্রব্য আইনে আটটি মামলা আছে।
ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার ফারহাত আহমেদ বন্দুকযুদ্ধে একজন নিহত হওয়ার সত্যতা স্বীকার করেছেন।
About Us Contact Privacy & Policy DMCA Sitemap
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সেরা নিউজ টুয়েন্টিফোর ডটকম -২০১৮