সিলেট প্রতিনিধি: বাংলা নববর্ষ ১৪২৫ বাংলা উদযাপন উপলক্ষে নিরাপদ সড়ক চাই (নিসচা) সিলেট জেলা ও মহানগর শাখার উদ্যেগে শনিবার সকাল ১১টায় আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি নগরীর প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
নিসচা জেলা সভাপতি এম.বাবর লস্করের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহ মো:লোকমান আলীর পরিচালনায় অতিথি বক্তব্য রাখেন- নিসচা কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম মিশু।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন- নিসচা মহানগর শাখার সভাপতি এম ইকবাল হোসেন, শেখ তোফায়েল আহমদ শেফুল।
অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন- জেলা ও মহানগরের মধ্যে মাহমুদ হোসেন খান,রাশেদুজ্জান রাশেদ, আশফাক উদ্দিন আহমদ, সাদেকুর রহমান চৌধুরী,ইসমত ইবনে ইসহাক,সুহেল চৌধুরী,হাবিব উলাহ,মাসুদুজ্জামান তাপাদার,ইয়াসিন আরাফাত সুমন,তাহের হোসেন,নূর কালাম,আল আমিন খান প্রমূখ।
About Us Contact Privacy & Policy DMCA Sitemap
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সেরা নিউজ টুয়েন্টিফোর ডটকম - ২০১৮