">
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এ কে এম শাহজাহান কামাল বলেছেন, না আসার হুমকি দিয়ে কেউ নির্বাচন বানচাল করতে পারবে না। সংবিধান অনুযায়ী যথাসময়ে আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে। নির্বাচনকালীন সময়ে নির্বাচন কমিশনারের সকল ক্ষমতাই থাকবে।
আজ সোমবার বিকেলে লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদবস্ত্র বিতরণকালে আলোচনা সভায় তিনি এ কথা বলেন। ভবানীগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগ এ সভার আয়োজন করেন।
মন্ত্রী আরো বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে নির্বাচন সম্পন্ন করতে সহায়ক হিসেবে কাজ করবে সরকার। নির্বাচন নিয়ে বিএনপি দেশে কোনো ধরনের অরাজকতা সৃষ্টি করার চেষ্টা করলে জনগণ তা প্রতিহত করবে।
এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাজাহান আলী, সদর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বিজন বিহারী ঘোষ, সাধারণ সম্পাদক আবুল কাশেম চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল হাসান রনি, সাবেক ছাত্রনেতা নজরুল ইসলাম ভুলু, জেলা ছাত্রলীগের সভাপতি শাহাদাত হোসেন শরীফ, সাধারণ সম্পাদক জিয়াউল করিম নিশান ও সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি ইবনে জিসাদ আল নাহিয়ান প্রমুখ।
About Us Contact Privacy & Policy DMCA Sitemap
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সেরা নিউজ টুয়েন্টিফোর ডটকম -২০১৮