এ বছর ধানের দাম ভালো হওয়ায় কৃষকের মুখে হাসি ফুটেছে। দিনাজপুরের হাটে বাজারে ধানের ভালো দাম পাওয়ায় সন্তুষ্ট তারা। গত হাটের চেয়ে এ সপ্তাহে দাম কিছুটা কম। কৃষক বলছেন, অতিবৃষ্টি আর পোকার আক্রমণে চিকন ধানের কিছুটা ক্ষতি হয়েছে। আবারো মিলাররা ধানের সঙ্গে সমন্বয় করে চালের দাম নির্ধারণের তাগিদ দিয়েছেন।
দিনাজপুরের হাট বাজারে জমজমাট ধান কেনাবেচা। বিরল উপজেলার ধুকরঝাড়ী হাটে বিনা-৭, স্বর্ণ, গুটি স্বর্ণ, সুমন স্বর্ণ ,হাইব্রিড ২৮, ২৯ এবং ১১ জাতের ধান বিক্রি হচ্ছে প্রতিবস্তা ১৯৫০ থেকে ২২শ টাকায়। চিকন ধান জিরা, কাটারি প্রতিবস্তা ৩ হাজার থেকে ৩১০০ টাকা। সরকার নির্ধারিত দামের চেয়ে বাজারে ধানের দাম বেশি হওয়ায় গোডাউনে ধান দিতে আগ্রহী নন কৃষকেরা।
বেপারি ও পাইকাররা কৃষকদের কাছ থেকে বাজার মূল্যেই ধান কিনে মিলে দিচ্ছেন। এদিকে মিলাররা আবারো ধানের মূল্যের সঙ্গে সমন্বয় করে চালের দাম নির্ধারণের দাবি জানিয়েছেন ।
দিনাজপুর চেম্বারের মিলার ও সভাপতি সুজা উর রব চৌধুরী বলেন, সরকার ধানের যে মূল্য রেখেছে তার সঙ্গে চালের সংগ্রহ মূল্যটা একদম বৈষম্যপূর্ণ।
খাদ্য বিভাগের কর্মকর্তা বলছেন, সরকারের ধান চাল সংগ্রহ লক্ষ্যমাত্রা পূরণে সব উদ্যোগ গ্রহণ করা হয়েছে। দিনাজপুরের জেলা খাদ্য নিয়ন্ত্রক আশরাফুজ্জামান বলেন, আমরা আশা করছি মিলাররা চুক্তিবদ্ধ হয়ে সরকারের ধান সংগ্রহ অভিযানকে সফল করবে।
জেলার ১৩ উপজেলায় চলতি মৌসুমে সরকার মিলারদের কাছ ৭৪ হাজার ৯১ মেট্রিক টন চাল এবং ১১ হাজার ৯২৭ মেট্রিক টন ধান কিনবে।
ঢাকা, বাংলাদেশ। বুধবার, ২৭ জানুয়ারি, ২০২১ | |
ওয়াক্ত | সময় |
সুবহে সাদিক | ভোর ৫:২৩ |
সূর্যোদয় | ভোর ৬:৪১ |
যোহর | দুপুর ১২:১১ |
আছর | বিকাল ৪:০৬ |
মাগরিব | সন্ধ্যা ৫:৪২ |
এশা | রাত ৭:০০ |
About Us Contact Privacy & Policy DMCA Sitemap
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সেরা নিউজ টুয়েন্টিফোর ডটকম - ২০১৮