গাজীপুর প্রতিনিধি
গাজীপুর জেলার শ্রীপুরে তেলিহাটি ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠন এর বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
গাজীপুর ৩ আসনে আওয়ামীলীগ মনোনীত সম্ভব্য সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব এডভোকেট জামিল হাসান দুর্জয় ইতিমধ্যে গাজীপুর ৩ আসনের বিভিন্ন ইউনিয়নে গণসংযোগ করেন। এরই অংশ হিসেবে তেলিহাটি ইউনিয়ন এর গণসংযোগ সফল করতে ১৩ জুলাই শুক্রবার এই বিশেষ বর্ধিত সভার আয়োজন করা হয়।
উক্ত বর্ধিত সভায় সভাপতিত্ব করেন তেলিহাটি ইউনিয়ন আওয়ামীলীগ এর সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুস সাত্তার আবুল। বর্ধিত সভা পরিচালনা করেন তেলিহাটি ইউনিয়ন আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন।
বর্ধিত সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন তেলিহাটি ইউনিয়ন আওয়ামীলীগ এর যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল কাদির,শ্রীপুর উপজেলা যুবলীগের সদস্য মনিরুজ্জামান মানিক,তেলিহাটি ইউনিয়ন যুবলীগের আহবায়ক মোস্তাফিজুর রহমান রিপন, তেলিহাটি ইউনিয়ন সেচ্ছাসেবকলীগের আহবায়ক হয়রত আলী জয়,তেলিহাটি ইউনিয়ন কৃষকলীগের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম শহীদ,তেলিহাটি ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক সারোয়ার জাহান সাগর,সাজ্জাদ রুবেল, শ্রীপুর উপজেলা ছাত্রলীগ এর সহ সভাপতি শেখ আশিক,যুগ্ম সাধারণ সম্পাদক পারভেজ মোশারফ, তেলিহাটি ইউনিয়ন ছাত্রলীগ এর যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার পারভেজ প্রমুপ
About Us Contact Privacy & Policy DMCA Sitemap
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সেরা নিউজ টুয়েন্টিফোর ডটকম - ২০১৮