মাশরাফি বিন মর্তুজার নেতৃত্বে বাংলাদেশের ক্রিকেট অনেক এগিয়েছে। অধিনায়ক হিসেবে নড়াইল এক্সপ্রেসের সাফল্যের পরিসংখ্যানও বেশ ভারি। পরিসংখ্যানের বিচারে নিঃসন্দেহে দেশের সর্বকালের সেরা অধিনায়ক তিনি।
দেশকে অনেক অর্জন এনে দেয়া এই মাশরাফি ওয়ানডের নেতৃত্ব ছেড়েছেন কদিন আগে। তার জায়গায় নতুন অধিনায়ক করা হয়েছে তামিম ইকবালকে। তামিম কি পারবেন মাশরাফির মতো দলকে সামনে থেকে নেতৃত্ব দিতে?
বাংলাদেশ দলের হেড কোচ রাসেল ডোমিঙ্গো অবশ্য নতুন ওয়ানডে অধিনায়ককে নিয়ে ভীষণ আশাবাদী। তার সঙ্গে জুটি বেঁধে কাজ করাটা উপভোগ্য হবে বলেই মনে করছেন দক্ষিণ আফ্রিকান এই কোচ।
ডোমিঙ্গো বলেন, ‘নতুন অধিনায়ক তামিমের সঙ্গে কাজ করতে মুখিয়ে আছি। বিরতি কাটিয়ে ভারত সিরিজে সে ফিরেছিল। তার সঙ্গে আমার বেশ উপভোগ্য সময় কেটেছে। সে নতুন অধিনায়ক নির্বাচিত হওয়ায় আমি খুব খুশি। আমরা আরও দুই একজনকে নিয়ে আলোচনা করেছিলাম। তবে শেষ পর্যন্ত বোর্ড তামিমকে বেছে নিয়েছে, আমার মনে হয় এটা খুব ভালো সিদ্ধান্ত।’
টাইগার কোচ যোগ করেন, ‘আমি ভবিষ্যতে তার সঙ্গে কাজ করতে আসলেই মুখিয়ে আছি। তার দায়িত্ব যেভাবে সে পালন করে আমি উপভোগ করি। বাংলাদেশকে বিশ্ব ক্রিকেটে একটি শক্তিধর দল হিসেবে দাঁড় করাতে প্রস্তুত আছে সে।’
মাশরাফির মতো কি নেতা হিসেবে সফল হতে পারবেন তামিম? কোচ ডোমিঙ্গো এই প্রশ্নের জবাবটা দিলেন ঘুরিয়ে। বললেন, কোচ হিসেবে দলে যোগ দেয়ার পর মাশরাফির সম্পর্কে এতটা জানার সুযোগ হয়নি তার। তাই তুলনাও করতে নারাজ।
টাইগার কোচের ভাষায়, ‘মাশরাফি সম্পর্কে খুব বেশি কিছু বলা তো আমার জন্য কঠিন। আমি তাকে সেভাবে জানিও না। তার সঙ্গে মাত্র কয়েকটা ম্যাচে ছিলাম আমি। ফলে তার ধ্যান ধারণা সম্পর্কে জানি না। তবে তামিম কিন্তু বাংলাদেশের একজন কিংবদন্তি। সে অবিশ্বাস্য পারফরমার। সব ফরমেটে দেশের সেরা রান সংগ্রাহক। দল পরিচালনার মতো জ্ঞান ও রেকর্ড তার আছে। তাই আমি মনে করি না, সে অন্য কোনো আন্তর্জাতিক অধিনায়কের চেয়ে বেশি চাপে থাকবে। সামনে তার কাছ থেকে আমি দারুণ কিছুরই আশা করছি।’
ঢাকা, বাংলাদেশ। বুধবার, ৩ March, ২০২১ | |
ওয়াক্ত | সময় |
সুবহে সাদিক | ভোর ৫:০৪ |
সূর্যোদয় | ভোর ৬:১৯ |
যোহর | দুপুর ১২:১০ |
আছর | বিকাল ৪:২৪ |
মাগরিব | সন্ধ্যা ৬:০২ |
এশা | রাত ৭:১৭ |
About Us Contact Privacy & Policy DMCA Sitemap
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সেরা নিউজ টুয়েন্টিফোর ডটকম - ২০১৮