জুবায়ের হাসানঃ
মঙ্গলবার সকালে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় স্কুলে যাওয়ার পথে ট্রাকচাপায় ফাহিমা আক্তার (৯) নামে এক ছাত্রী নিহত হয়েছে। সোনাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে রায়পুর-লক্ষ্মীপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ফাহিমা উপজেলার সোনাপুর এলাকার খলিল মিঝি বাড়ির মো. জসিম উদ্দিনের মেয়ে ও সোনাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী ছিলেন।
ফাহিমার নিহত হওয়ার ঘটনার প্রতিবাদে সোনাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সোনাপুর দাখিল মাদ্রাসার ছাত্র-ছাত্রীরা বিক্ষোভ ও রায়পুর-লক্ষ্মীপুর সড়ক অবরোধ করে। এতে সকাল ১০টা থেকে এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।
এর পরপরই রায়পুর জনতা বাজার সিএনজি-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হয়ে ৩জন হাসপাতালে চিকিৎসাধী রয়েছে।
এদিকে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে লক্ষ্মীপুর সদর উপজেলার বটতলী এলাকায় নোয়াখালী-লক্ষ্মীপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
পরে স্থানীয়রা গুরুতর আহতদের নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ৪ জনকে মৃত ঘোষণা করেন।
ঢাকা, বাংলাদেশ। শুক্রবার, ৫ March, ২০২১ | |
ওয়াক্ত | সময় |
সুবহে সাদিক | ভোর ৫:০২ |
সূর্যোদয় | ভোর ৬:১৭ |
যোহর | দুপুর ১২:১০ |
আছর | বিকাল ৪:২৪ |
মাগরিব | সন্ধ্যা ৬:০৩ |
এশা | রাত ৭:১৮ |
About Us Contact Privacy & Policy DMCA Sitemap
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সেরা নিউজ টুয়েন্টিফোর ডটকম - ২০১৮