">
হাই ভিউয়ারস
আশা করি সবাই ভালো আছেন।
আজকে আপনাদের মাঝে আরেকটি ফ্রীনেট নিয়ে হাজির হলাম।এই ফ্রীনেট সব সিমে চলবে।কোনো প্রকার ডিসকানেক্ট বা লিমিট নাই সব কিছু আনলিমিটেড ভাবে চালাই পারবেন কোনো প্রকার ঝামেলা ছাড়া।কানেক্ট করতে কোন এমবি লাগবে না আর যাদের মোটেই কানেক্ট হয় না তারা ২/৫ এমবি রেখে চেষ্টা করলে ১০০% কানেক্ট হবে আশা করি।অনেক বকবক করে ফেললাম তো চলুন টিউন টি শুরু করা যাক।
তো টিউন টি শুরু করি।
তো ভিউয়ারস আমি আগে দেখাতেছি যে আমার মোবাইলে কোনো প্রকার টাকা বা এমবি নেই।
প্রথমে Play Store গিয়ে নিচের VPN টি ডাউনলোড করে নিন।
হ্যা তারপর অ্যাপস টি ওপেন করে তারপর Select Server ক্লিক করুন।
এখান যে কোনো একটি Server Select করুন।কানেক্ট হয়ে যাবে।
দেখুন কানেক্ট হয়ে গিয়েছে।এখন ইচ্ছে মত নেট চালান।
স্পিড দেখুন মোটামুটি ভালো।
এরপর ও যদি না বোঝেন তাহলে সুন্দর ভাবে কমেন্ট করুন বোঝানোর চেষ্টা করবো।আর হ্যা আমার চ্যানেল DELETED
এখন যদি না বোঝেন তাহলে নিচের ভিডিও টা দেখতে পারেন।
Deleted
আর হ্যা মানুষ মাত্র ভুল ত্রুটি হয় যদি কোথাও ভুল হয় তাহলে ছোট্ট ভাই হিসেবে ক্ষমা করে দিবেন।
About Us Contact Privacy & Policy DMCA Sitemap
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সেরা নিউজ টুয়েন্টিফোর ডটকম -২০১৮