জুবায়ের হাসান, (নিজস্ব প্রতিবেদক):
জমকালো আয়োজনের মধ্য দিয়ে উপজেলা আওয়ামীলীগসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও সাধারণ জনতা বরণ করে নিয়েছে আসন্ন রায়পুর পৌর নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত পৌরমেয়র পদ প্রার্থী গিয়াস উদ্দিন রুবেল ভাট’কে।
কেন্দ্রীয় যুব ও ক্রীড়া বিষয়ক উপ-কমিটির সদস্য গিয়াস উদ্দিন রুবেল ভাট রায়পুর (লক্ষ্মীপুর) পৌর নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগের নৌকা প্রতীকের মনোয়ন নিয়ে সোমবার সকালে ঢাকা থেকে রায়পুরে ফেরার পথে লক্ষ্মীপুর চাঁদপুর মহাসড়কের মধ্যবর্তী বর্ডার বাজার নামকস্থানে হাজার হাজার জনতা তাকে ফুলের শুভেচ্ছা জানানোর মাধ্যমে বরণ করে নেয়।
এসময় মটর শোভাযাত্রা ও স্লোগানের মধ্য দিয়ে নৌকা প্রতীকে মনোনীত প্রার্থীকে ফুলেল শুভেচ্ছা জানায়; উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ,স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীরা।
শোভা যাত্রায় উপস্থিত ছিলেন, বংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির উপ-পরিবেশ বিষয়ক সম্পাদক সামছুল ইসলাম পাটোয়ারী, রায়পুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি, অধ্যক্ষ মামুনুর রশীদ, স্বেচ্ছাসেবক লীগ নেতা তানভীর হায়দার রিংকু প্রমুখ।
মোটর শোভাযাত্রার সমাপ্তিতে রায়পুরে উপজেলা পরিষদের বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন আওয়ামীলীগের মনোনীত মেয়র প্রার্থী গিয়াস উদ্দিন রুবেল ভাট।
রায়পুর শহরের প্রাইম ব্যাংকের সামনে সংক্ষিপ্ত বক্তব্যে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে গিয়াস উদ্দিন রুবেল ভাট জানান; এ বিজয় আপনাদের সকলের। আপনাদের সকলের আন্তরিক প্রচেষ্টা ও ভালোবাসার উপহার হবে; আসন্ন নির্বাচনে নৌকার বিজয় সুনিশ্চিত করা। আমার প্রতি যে ভালোবাসা আপনারা দেখিয়েছেন এই ঋণ আমি উন্নয়নের মাধ্যমে পরিশোধ করতে চাই।
জুবায়ের/রায়পুর/লক্ষ্মীপুর
ঢাকা, বাংলাদেশ। বুধবার, ৩ March, ২০২১ | |
ওয়াক্ত | সময় |
সুবহে সাদিক | ভোর ৫:০৪ |
সূর্যোদয় | ভোর ৬:১৯ |
যোহর | দুপুর ১২:১০ |
আছর | বিকাল ৪:২৪ |
মাগরিব | সন্ধ্যা ৬:০২ |
এশা | রাত ৭:১৭ |
About Us Contact Privacy & Policy DMCA Sitemap
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সেরা নিউজ টুয়েন্টিফোর ডটকম - ২০১৮