মাছরাঙার শহরে, উড়ে যাওয়া পাখির দূরে যাওয়া শূন্যতা
সাজেদুল হক
নিমজ্জিত শহুরে মশগুল গান,
চোখের আকাশ জুড়ে ইচ্ছেদের প্রাণ!
বিচ্ছেদ এসে চুকে যায় তোমার চিলেকোঠায়,
নীলরক্তের স্বচ্ছ দৃষ্টির আয়নায় ভর করে একাকিত্ব ধূসর কুয়াশার সীমানায়।
প্রজাপতি উড়ে যায় দূরে গিয়ে বসে,
ডানা মেলে উড়ে যায় মাছরাঙা পাখি!
উৎসবে মেতে উঠে নিশুতি পরীর অবয়ব,
বৃষ্টিতে ভেজা পথে ডাক তুলে গোপন স্মৃতিদের পৌরাণিক বাক্স।
শূণ্যতার পেন্ডুলামে শিশিরসিক্ত ঘাসফুল,
শিমুলডাঙ্গা গাঁয়ে মেঘবালিকার অবহেলিত নাকফুল।
রাখাল ছেলে বারেক ফেরে দিনশেষে,
শরীরভর্তি ধুলোবালির দাগ ছাপ দেখা মেলে নিত্যনিয়মে।
প্রভাতের লালিমাভ রেখায় ফুটে উঠে
স্পর্শ নকশীকাঁথা!
গত হওয়া বয়সের সমুদ্দুরে গোধূলির অভিমানীকথা।
তবুও এইসব ব্যবচ্ছেদ গল্পে ব্যস্ততা হয় পূর্ব পুরুষের উপন্যাস।
কেউ বুকদেয়ালের ঘরকোণে পুষে রাখে,
বয়স্ক পেঁয়াজের সর্বনাশ।
নিঃস্বাসের মাঝ অক্ষরে মিশে যাওয়া অক্সিজেন,
মুখলুকনো সুখের ইশারাগুলির সাথে আছে দিবসের অন্তমিল।
About Us Contact Privacy & Policy DMCA Sitemap
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সেরা নিউজ টুয়েন্টিফোর ডটকম - ২০১৮