ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) খালেদা জিয়া ও শেখ রাসেল হলে প্রভোস্ট নিয়োগ দিয়েছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। দুই হলে প্রভোস্টের দায়িত্ব পেয়েছেন যথাক্রমে আইন বিভাগের অধ্যাপক ড. রেবা মন্ডল ও বাংলা বিভাগের অধ্যাপক ড. রবিউল হোসেন।
সোমবার (২৬ অক্টোবর) দুপুরে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম আব্দুল লতিফ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, উভয় হলের প্রভোস্টের মেয়াদকাল পূর্ণ হওয়ায় পুনরায় তাদের নিয়োগ দেয়া হয়েছে। শনিবার উভয়ের বরাবর চিঠি পাঠানো হয়েছে। আগামী এক বছর তারা এ পদে দায়িত্ব পালন করবেন।
গত ১৮ অক্টোবর শেষ হয় এ দুই হলের প্রভোস্টের মেয়াদ। পরে বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক শেখ আব্দুস সালাম তাদের পুনরায় এ পদে নিয়োগ দেন।
ঢাকা, বাংলাদেশ। সোমবার, ৮ March, ২০২১ | |
ওয়াক্ত | সময় |
সুবহে সাদিক | ভোর ৪:৫৯ |
সূর্যোদয় | ভোর ৬:১৪ |
যোহর | দুপুর ১২:০৯ |
আছর | বিকাল ৪:২৫ |
মাগরিব | সন্ধ্যা ৬:০৫ |
এশা | রাত ৭:২০ |
About Us Contact Privacy & Policy DMCA Sitemap
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সেরা নিউজ টুয়েন্টিফোর ডটকম - ২০১৮