প্রাণঘাতী করোনাভাইরাসের বিরুদ্ধে লড়ছে সারা বিশ্ব। যে যতটুকু পারছেন, তাই নিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন অসহায়দের প্রতি। এগিয়ে আসছেন ক্রীড়া জগতের অনেকে। সেখানে উল্টো পথে হাঁটলেন এমানুয়েল আদেবায়ো। ‘আমি দান করি না’, এমন মন্তব্য করে তীব্র সমালোচনার মুখে পড়েছেন রিয়াল মাদ্রিদের সাবেক এই ফরোয়ার্ড।
কোভিড-১৯ মহামারীতে এ পর্যন্ত পৃথিবীতে আক্রান্ত হয়েছেন ২৬ লাখের বেশি মানুষ। প্রাণ হারিয়েছেন প্রায় এক লাখ ৮৫ হাজার।
সংকটময় এ সময়ে অসহায়দের সাহায্যার্থে ক্রীড়া জগতের অনেকের অনুদান দেওয়ার খবর আসছে প্রতিদিনই। কেউ দান করছেন নিজ দেশে, কেউ আবার যেখানে খেলেন সেখানে। কিন্তু টোগোর স্ট্রাইকার আদেবায়ো এখনও তেমন কোনো ঘোষণা না দেওয়ায় পড়েছেন সমালোচনার মুখে।
আর তাতে বেশ ক্ষেপেছেন ৩৬ বছর বয়সী এই ফুটবলার। ফেইসবুকে এক লাইভ ভিডিওতে পাল্টা ক্ষোভ প্রকাশ করেন ২০১০-১১ মৌসুমের শেষ ছয় মাস ম্যানচেস্টার সিটি থেকে ধারে রিয়াল মাদ্রিদে কাটানো আদেবায়ো।
“আমার মন যা বলে, আমি তাই করি। অন্যদের কথায় কিছু করি না।”
“যারা বলছে আমি অনুদান দেই না, তাদের উদ্দেশে পরিষ্কার করে বলতে চাই, আমি সত্যিই দান করি না। খুব সাধারণ বিষয়। আমাকে দিদিয়ের দ্রগবা ও সামুয়েল ইতোর সঙ্গে তুলনা করতে পারেন, তবে আমি তাদের মত নই।”
“আমার যা মন চাই, তাই করি। যা খেতে ইচ্ছে করে, তাই খাই। আর এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। কিছু মানুষ আছে, যারা টোগোয় চ্যারিটি না করার জন্য আমার সমালোচনা করবে।”
বর্তমানে প্যারাগুয়ের ক্লাব অলিম্পিয়ায় খেলা আদেবায়োর দাবি, দেশে তিনি এই ভাইরাস নিয়ে যাননি। তাই অনুদান দিতেও বাধ্য নন তিনি।
“কিছু মানুষ মনে করে, এখানে ভাইরাসের প্রথম সংক্রমণ আমি ঘটিয়েছি। বিষয়টা হতাশাজনক।”
ঢাকা, বাংলাদেশ। শুক্রবার, ৫ March, ২০২১ | |
ওয়াক্ত | সময় |
সুবহে সাদিক | ভোর ৫:০২ |
সূর্যোদয় | ভোর ৬:১৭ |
যোহর | দুপুর ১২:১০ |
আছর | বিকাল ৪:২৪ |
মাগরিব | সন্ধ্যা ৬:০৩ |
এশা | রাত ৭:১৮ |
About Us Contact Privacy & Policy DMCA Sitemap
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সেরা নিউজ টুয়েন্টিফোর ডটকম - ২০১৮