">
ঈদে বেশ কয়েকটি নাটক ও ওয়েব সিরিজে অভিনয় করেছেন অভিনেত্রী মুমতাহিনা টয়া। অভিনয় করেছেন টিভি সিরিজ বেসিক আলীর জনপ্রিয় রিয়া চরিত্রে। কেমন হলো এবারের ঈদের কাজ।
ঈদে এখন পর্যন্ত কতগুলো নাটক ও ওয়েব সিরিজে কাজ করলেন?
সঠিক সংখ্যা বলা কঠিন। অনেকগুলো করেছি। ওয়েব সিরিজ করেছি দুটি। কিন্তু একটা সম্ভবত এবারের ঈদে আসবে না।
এখন পর্যন্ত শুটিং করা তিনটি সেরা কাজের নাম বলুন?
সেরা কাজটা এখনো করিনি। ১২ তারিখে শুটিং। একটা গানের মিউজিক ভিডিও। আপাতত এইটুকু জানাব। বাকিটা গান মুক্তি পাওয়ার পর সবাই বুঝবে। এটা দারুণ হিট করবে মনে হয়। আর আমি আর সাফা কবির মিলে ইমরাউল রাফাতের একটা ওয়েব সিরিজ করেছি। সেটা খুব ভালো হয়েছে। এ ছাড়া অনন্য ইমন পরিচালিত একটা টেলিছবিতে অভিনয় করেছি কদিন আগে। সেটাও ভালো হয়েছে।
শুনলাম টিভি সিরিজ বেসিক আলীতে অভিনয় করলেন?
এটা একটা অসাধারণ কাজ হয়েছে। ঈদে এই সিরিজের বিশেষ পর্ব নাটকীয় প্রেম প্রচারিত হবে। শাহরিয়ার ভাইয়ের লেখা ও গৌতম কৈরির পরিচালনায় নির্মিত হচ্ছে বেসিক আলী। নাটকীয় প্রেম পর্বটির বড় আকর্ষণ হলো, এতে মিনার একটা গান গেয়েছে। সেই গানের সঙ্গে আমার আর তৌসিফের পারফরম্যান্স আছে। আমার মনে হয় এটা মানুষ খুব পছন্দ করবে।
বেসিক আলীতে আপনি রিয়া চরিত্রে অভিনয় করেছেন?
হ্যাঁ, আমি এই সিরিজের ৪ নম্বর রিয়া। এর আগের রিয়ারা বেসিককে ধোঁকা দিয়ে চলে গেছে, আমিই এখন অবধি টিকে আছি (হা হা হা)।
আপনার সম্পর্কে কোন সমালোচনা বেশি শোনেন?
কেউ আমার খুব বেশি সমালোচনা করে না। তবে ‘আমি অভিনয় পচা করি’ এটা অনেকেই বলেন মনে হয় (হাসি)।
ফেসবুকে এখন পর্যন্ত আপনার পাওয়া সবচেয়ে উদ্ভট মেসেজ কোনটি?
‘আপু, আমাকে বিয়ে করবেন?’ শুরুতে আপু ডেকে এভাবে বিয়ের প্রস্তাব দেওয়া আমার কাছে খুব উইয়ার্ড লাগে।
আপনার রেডিও অনুষ্ঠান ‘টোটাল টয়া’তে কাকে স্বপ্নের অতিথি হিসেবে আনতে চান
হলিউডের অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলিকে।
About Us Contact Privacy & Policy DMCA Sitemap
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সেরা নিউজ টুয়েন্টিফোর ডটকম -২০১৮