ডেস্ক::আজ রাজধানীর থানায় থানায় বিক্ষোভ কর্মসূচি রয়েছে বিএনপি’র। কারাবন্দি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে ঢাকাজুড়ে এ বিক্ষোভ কর্মসূচি পালনের প্রস্তুতি নিয়েছে দলটি।
গতকাল সোমবার নয়াপল্টন দলীয় কার্যালয়ের সামনে স্থান নির্ধারণ করে বিক্ষোভের জন্য পুলিশের কাছে অনুমতি চেয়েছিল বিএনপি। কিন্তু পুলিশ সে অনুমতি দেয়নি। বিক্ষোভ কর্মসূচির ঘোষণার পেছনে এটাও একটা কারণ।গতকালই কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
এদিকে, এ রিপোর্ট লেখা পর্যন্ত জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় সাজাপ্রাপ্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন বাতিল চেয়ে করা আপিলের শুনানি দ্বিতীয় দিনের মতো শুরু হয়েছে। আজ প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে চার সদস্যের আপিল বিভাগের চার বেঞ্চে এ শুনানি চলছে। খালেদা জিয়ার পক্ষে বক্তব্য উপস্থাপন করছেন এ জে মোহাম্মদ আলী। এর আগে গতকাল মঙ্গলবার শুনানি বুধবার পর্যন্ত মুলতবি করেন আপিল বিভাগ।
About Us Contact Privacy & Policy DMCA Sitemap
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সেরা নিউজ টুয়েন্টিফোর ডটকম - ২০১৮