মহামারি করোনাভাইরাস (কোভিড-১৯) চলাকালীন সরকারি নির্দেশ আমান্য করে শিক্ষার্থীদের ক্লাসে হাজির করে পরীক্ষা নেয়ার অভিযোগে গাজীপুর সদর উপজেলার ভাওয়াল মির্জাপুর পাবলিক স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় পরীক্ষার দুইশ খাতা, পরীক্ষার প্রশ্নপত্র ও রুটিন জব্ধ করা হয়।
দণ্ডপ্রাপ্ত অধ্যক্ষের নাম আব্দুল কাউয়ুম সরকার।
সোমবার (১৪ ডিসেম্বর) দুপুরে গাজীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল জাকী এ দণ্ড দেন।
গাজীপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবু ওবায়দা আলী জানান, করোনার কারণে ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকার সরকারি নির্দেশনা রয়েছে। তবে ওই অধ্যক্ষ নিষেধাজ্ঞা অমান্য করে বুদ্ধিজীবী দিবসে প্রায় ২০০ শিক্ষার্থীকে ক্লাসে হাজির করে অ্যাসাইনমেন্টের নামে পরীক্ষা নিচ্ছিলেন। পরে ভ্রাম্যমাণেআদালত কলেজের অধ্যক্ষকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন।
ঢাকা, বাংলাদেশ। বুধবার, ২৭ জানুয়ারি, ২০২১ | |
ওয়াক্ত | সময় |
সুবহে সাদিক | ভোর ৫:২৩ |
সূর্যোদয় | ভোর ৬:৪১ |
যোহর | দুপুর ১২:১১ |
আছর | বিকাল ৪:০৬ |
মাগরিব | সন্ধ্যা ৫:৪২ |
এশা | রাত ৭:০০ |
About Us Contact Privacy & Policy DMCA Sitemap
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সেরা নিউজ টুয়েন্টিফোর ডটকম - ২০১৮