সিলেটের কুমারগাঁও বিদ্যুৎ গ্রিড উপকেন্দ্রের আগুন নির্বাপকব্যবস্থা ঝুঁকিপূর্ণ যা দু’বছর আগেই সতর্ক করেছিল ফায়ার সার্ভিস। কিন্তু তা আমলে নেয়া হয়নি তারা। যার ফলে ছোট আগুন বড় আকার ধারণ করে প্রায় তিন দিন অন্ধকারে ডুবে ছিল সিলেট বিভাগের অধিকাংশ এলাকা। শুধু তাই নয় ফায়ার সার্ভিস জানিয়েছে, সিলেটের সব কটি বিদ্যুৎকেন্দ্রই ঝুঁকিতে রয়েছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপপরিচালক মো. কোবাদ আলী সরকার বলেন, কিছু পরামর্শ দিয়ে চিঠি দিয়েছিলাম যে, বর্তমান অবস্থা ঝুঁকিপূর্ণ। এগুলোর কাজ করলে ঝুঁকি থেকে আপনারা মুক্ত থাকতে পারবেন।
১৭ নভেম্বর ভয়াবহ আগুনে পুড়ে ছাই হয়ে যায় পাওয়ার গ্রিড কোম্পানির কোটি কোটি টাকার সম্পদ। সিলেট দমকল বাহিনীর সতর্কতা আমলে নিলে প্রথমে যে জায়গাটিতে আগুন লেগেছিল তা নিয়ন্ত্রণ করা সম্ভব হতো।
কুমারগাঁও পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশের সহকারি প্রকৌশলী কাজী মুনতাসিম বিল্লাহ জানান, আমাদের কাছে যা সরঞ্জাম ছিল তা দিয়ে শেষ পর্যন্ত ওই দিনের আগুন নিয়ন্ত্রণ সম্ভব হয়নি। বলেন, ছোট স্কেলে যে আগুন লাগে সেটি নিয়ন্ত্রণে আমাদের কাছে যে যন্ত্র আছে সেগুলো দিয়ে নিয়ন্ত্রণ করতে পারব। বড় স্কেলে লাগলে সেক্ষেত্রে ফায়ার সার্ভিস লাগবে।
তবে দমকল বাহিনীর কর্মকর্তাদের দাবি, উপকেন্দ্র গিয়ে আগুন নেভানোর উদ্যোগের কোনো আলামত তারা পাননি।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক শওকত আলী জোয়াদ্দার জানান, তারা যদি আগুন নেভানোর চেষ্টা করত তাহলে পাশে ওসব কিছু পড়ে থাকত, তাদের হোসগুলো থাকত। কোনো যন্ত্রপাতি আমার চোখে পড়েনি।
এদিকে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সিলেট অঞ্চলের প্রধান প্রকৌশলী খন্দকার মোকাম্মেল হোসেন শোনালেন নতুন উদ্যোগের কথা।
যেহেতু একটা দুর্ঘটনা ঘটে গেছে সেখান থেকে একটা শিক্ষা নিতে পারি। আমরা বিভাগীয় প্রধানদের সঙ্গে বসবো, আগুন নেভানোর জন্য যেন পর্যাপ্ত ব্যবস্থা থাকে সেটি নিয়ে কাজ করব বলেন তিনি।
কুমারগাঁও বিদ্যুৎ গ্রিড উপকেন্দ্রের অগ্নিকাণ্ডের ঘটনায় ফায়ার ব্রিগেড উপপরিচালক, সিলেটকে প্রধান করে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে। কমিটি শিগগির কাজ শুরু করবে।
ঢাকা, বাংলাদেশ। সোমবার, ১৮ জানুয়ারি, ২০২১ | |
ওয়াক্ত | সময় |
সুবহে সাদিক | ভোর ৫:২৪ |
সূর্যোদয় | ভোর ৬:৪৩ |
যোহর | দুপুর ১২:০৯ |
আছর | বিকাল ৩:৫৯ |
মাগরিব | সন্ধ্যা ৫:৩৫ |
এশা | রাত ৬:৫৪ |
About Us Contact Privacy & Policy DMCA Sitemap
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সেরা নিউজ টুয়েন্টিফোর ডটকম - ২০১৮