জুবায়ের হাসান, নিজস্ব প্রতিবেদকঃ
নানা অনিয়ম, অব্যবস্থাপনা এবং রেজিষ্ট্রেশন নবায়ন করা হয়নি এমন অভিযোগে লক্ষ্মীপুরের রায়পুরের ৫ প্রাইভেট হাসপাতালকে বন্ধের নির্দেশ দেওয়া হয় ইতিপূর্বে। এমন নির্দেশ অমান্য করায় এবার অর্থদণ্ডিত করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার দুপুরে শহরের হাসপাতালগুলোতে একযোগে অভিযান পরিচালনা করেন সিভিল সার্জন আবদুল গফফার ও উপজেলার সহকারি কমিশনার (ভূমি) আখতার জাহান সাথী।
এসময় নিরাময় হাসপাতালকে ৫ হাজার, মর্ডান হাসপাতালকে ১০ হাজার, জনসেবা হাসপাতালকে ৫ হাজার, মেহেরুন্নেছা হাসপাতালকে ১০ হাজার, মা ও শিশু হাসপাতালকে ২০ হাজার, হেলথ কেয়ার ডায়াগনস্টিক সেন্টারকে ৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।
সিভিল সার্জন আব্দুর গফফার জানান, সেবামূলক প্রতিষ্ঠানগুলো আইন মেনে সুষ্ঠুভাবে সেবা নিশ্চিত করতে হবে। কোন প্রতিষ্ঠান বন্ধ কিংবা সিলগালা করা উদ্দেশ্য নয়।
উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আখতার জাহান সাথী বলেন; স্বাস্থ্য সেবায় অবহেলা ও অনিয়মের কারনে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর আওতায় ৩টি মামলায় ৪০ হাজার টাকা, নিয়মানুযায়ী রোগী ভর্তির তথ্য নিবন্ধন বহিতে সংরক্ষণ না করায় মেডিকেল প্র্যাকটিস ও বেসরকারী ক্লিনিক ও ল্যাবরেটরী (নিয়ন্ত্রণ) অধ্যাদেশ ১৯৮২এর আওতায় ১টি মামলায় ৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। জনস্বার্থে এ কার্যক্রম চলমান থাকবে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জাকির হোসেন জানান, গত ২৩ই আগস্ট রেজিষ্ট্রেশন নবায়নের শেষদিন ছিলো। দণ্ডিত হাসপাতালগুলো রেজিষ্ট্রেশন নবায়ন নিশ্চিত না করায় আবারও দ্রুত নবায়নের নির্দেশ দেন লক্ষ্মীপুর জেলা সিভিল সার্জন। ২৫শে আগস্ট স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশে সিভিল সার্জন আবদুল গফফার অভিযান চালিয়ে বাস টার্মিনাল এলাকার মাতৃছায়া হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন সেবা হাসপাতাল ব্যাতিত অন্য ৭টি প্রাইভেট হাসপাতাল বন্ধের জন্য মৌখিক নির্দেশ দেন। ৫ মাস অতিবাহিত হওয়ার পরও কেন কার্যক্রম চালানো হচ্ছে আবারও দ্রুত কর্তৃপক্ষকে লিখিতভাবে জানাতে বলা হয়েছিলো। কিন্তু কোন অগ্রগতি না হওয়ায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অর্থদণ্ড দেয়া হয়েছে।
উল্লেখ্য, ১৫ই নভেম্বর শহরের অভিযুক্ত প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনষ্টিক সেন্টারগুলো বন্ধ করার নির্দেশনা দেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার জাকির হোসেন। এরপরই ১৬ই নভেম্বর সরকারি হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার বাহারুল আলমের মাধ্যমে লিখিতভাবে বন্ধের নির্দেশনা দেন সিভিল সার্জন।
ঢাকা, বাংলাদেশ। বুধবার, ২৭ জানুয়ারি, ২০২১ | |
ওয়াক্ত | সময় |
সুবহে সাদিক | ভোর ৫:২৩ |
সূর্যোদয় | ভোর ৬:৪১ |
যোহর | দুপুর ১২:১১ |
আছর | বিকাল ৪:০৬ |
মাগরিব | সন্ধ্যা ৫:৪২ |
এশা | রাত ৭:০০ |
About Us Contact Privacy & Policy DMCA Sitemap
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সেরা নিউজ টুয়েন্টিফোর ডটকম - ২০১৮